thebengalpost.net
পশ্চিম মেদিনীপুরের আয়ুষ হাসপাতাল:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ আগস্ট: রাজ্য স্বাস্থ্য দপ্তরের ‘আয়ুষ’ (Ayush) বিভাগের অধীনে নেওয়া হবে ‘চুক্তিভিত্তিক’ (Purely Contractual and Temporary Basis) যোগা ইন্সট্রাক্টর বা যোগ প্রশিক্ষক (Yoga Instructor)। পশ্চিম মেদিনীপুরে নেওয়া হবে ৪২ জন (২১ জন পুরুষ এবং ২১ জন মহিলা) প্রশিক্ষক। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার অর্থাৎ ২৮ আগস্ট থেকে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। চলবে ১৫ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ওয়েবসাইটে (www.paschimmedinipur.gov.in) গিয়ে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে এবং অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। জেনারেল বা অসংরক্ষিত প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিতদের ৫০ টাকা জমা করতে হবে অনলাইন মাধ্যমেই।

thebengalpost.net
পশ্চিম মেদিনীপুরের আয়ুষ হাসপাতাল:

প্রকাশিত বিজ্ঞপ্তি এবং জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, জেলা সদরের আয়ুষ হাসপাতাল সহ প্রতিটি ব্লকের আয়ুষ সেন্টারগুলিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
শূন্যপদ: পুরুষ প্রশিক্ষক- ২১ (অসংরক্ষিত ১০)
মহিলা প্রশিক্ষক- ২১ (অসংরক্ষিত ১০)
আবেদনকারীর যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস করতে হবে। এছাড়াও, WBCYN (West Bengal Council of Yoga and Naturopathy) থেকে অন্তত ১ বছরের কোর্স করতে হবে। WBCYN থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রশিক্ষক হতে হবে। এছাড়াও, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

বয়স: প্রার্থীর বয়স হতে হবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের ক্ষেত্রে বয়সের ছাড় যথারীতি থাকবে।
বেতনক্রম: পুরুষ প্রশিক্ষকদের মাসে ৩২টি সেশন বা ক্লাস (Sessions) নিতে হবে। ক্লাস পিছু ২৫০ টাকা অর্থাৎ মাসিক ৮ হাজার টাকা বেতন দেওয়া হবে।
মহিলা প্রশিক্ষকদের মাসে ২০টি ক্লাস (Session) নিতে হবে। ক্লাস পিছু ২৫০ টাকা অর্থাৎ মাসিক ৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চুক্তিভিত্তিক এই নিয়োগের ক্ষেত্রে কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তবে, শিক্ষাগত যোগ্যতা এবং ডেমোনস্ট্রেশন ও ইন্টারভিউ মিলিয়ে ৫০ নম্বর বরাদ্দ থাকছে। ৫০- এর মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই নিয়োগ করা হবে। মাধ্যমিকের নম্বরের উপর থাকছে ১৫; ১ বছরের যোগা সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্সের (WBCYN এর) উপর থাকছে ১৫; ডেমোনস্ট্রেশনে ১০ নম্বর এবং ইন্টারভিউ-তে ১০ নম্বর বরাদ্দ থাকছে। আরও বিস্তারিত জানতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ওয়েবসাইট (www.paschimmedinipur.gov.in) দেখে নিতে হবে।

thebengalpost.net
যোগ প্রশিক্ষক নিয়োগ (প্রতীকী ছবি) :