Research

Stanford University: বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৩ জন! তালিকায় তমলুক কলেজের এক অধ্যাপকও

মণিরাজ ঘোষ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ১৬ অক্টোবর: আবারও জগৎসভায় উজ্জ্বল হয়ে উঠলো জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ‘বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়’ (Vidyasagar University) এর নাম! জঙ্গল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের এই বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠত্বের বিচারে ফের একবার টক্কর দিল দেশ-বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২ জন অধ্যাপক ও ১ জন গবেষক সহ অবিভক্ত মেদিনীপুরের মোট ৫ জন গণিতজ্ঞ (Mathematician) স্থান করে নিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকায়! গত ১১ অক্টোবর (২০২২) আমেরিকার ক্যালিফোর্নিয়ার পৃথিবী-বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (Stanford University) বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের যে তালিকা প্রকাশ করেছে, তাতে গতবারের মতোই এবারও জায়গা পেয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) গণিত (Mathematics) বিভাগের দুই অধ্যাপক, যথাক্রমে- ড. মধুমঙ্গল পাল এবং ড. শঙ্কর কুমার রায়। এছাড়াও, এবার এই তালিকায় জায়গা পেয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগেরই ‘গবেষক’ ড. চিরঞ্জিত জানা। বর্তমানে, তিনি একটি স্কুলে গণিত বিষয়ের শিক্ষক। এছাড়াও, তমলুক কলেজ (Tamralipta Mahavidyalaya)- এর গণিত বিভাগের (Mathematics Department) অধ্যাপক ড. শোভন সামন্তও জায়গা পেয়েছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকায়। তালিকায় আছেন, ড. তপন সেনাপতি নামে আরও একজন গণিতজ্ঞ। উল্লেখ্য যে, ড. চিরঞ্জিত জানা, ড. শোভন সামন্ত এবং ড. তপন সেনাপতি- এই তিনজনই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকেই নিজেদের গবেষণা বা পিএইচডি (PhD) সম্পন্ন করেছেন।

Dr. Madhumangal Paul (Prof. VU):

প্রসঙ্গত আরও উল্লেখ্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ (Mathematics Department) ইতিমধ্যে সারা দেশের বিশ্ববিদ্যালয় (University) ও প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান (IIT) গুলির মধ্যে গবেষণার মানে দ্বিতীয় স্থান অধিকার করেছে রিসার্চ ডট কম (Research.com) নামে একটি বিশ্ব বিখ্যাত সংস্থার বিচারে। অপরদিকে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি (Stanford University)’র এই সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় গত বছর (২০২১)-ও জায়গা পেয়েছিলেন অধ্যাপক পাল (Prof. Madhumangal Paul) এবং অধ্যাপক রায় (Prof. Shankar Kumar Roy) তবে, অত্যন্ত গর্ব ও খ্যাতির বিষয় হল, অধ্যাপক মধুমঙ্গল পাল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিচারে শুধু এই বছরের (Annual Report) শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকাতেই নয়, তিনি সার্বিকভাবে শ্রেষ্ঠ গবেষক বা বিজ্ঞানী (Career Report)-দের তালিকাতেও জায়গা পেয়েছেন। এক্ষেত্রে, সম্পূর্ণ কর্মজীবনে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য বিশ্বের ২ শতাংশ বিজ্ঞানীকে বেছে নেওয়া হয়।‌ পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক সেই তালিকাতে জায়গা পাওয়ায় তাঁরা যে ‘গর্বিত’, তা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। তিনি বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক সহ গণিত বিভাগের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ৫ জন গবেষক বিজ্ঞানীকেই শুভেচ্ছা জানিয়েছেন।

Dr. Shankar Kumar Roy (Prof. VU):

এদিকে, পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বাসিন্দা ড. শোভন সামন্ত (Dr. Sovan Samanta) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মধুমঙ্গল পালের-ই একজন‌ সুযোগ্য ছাত্র হিসেবে গবেষণা করেছেন। পরে, দক্ষিণ কোরিয়া থেকে করেছেন পোস্ট ডক্টরেট ফিলোজফি (Post Doc.)। বর্তমানে তিনি ওয়াঙ্কাং বিশ্ববিদ্যালয়, তাবুক বিশ্ববিদ্যালয়, ইয়নসেই বিশ্ববিদ্যালয় এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। অন্যদিকে, এই তালিকায় আবারও ‘ভারতসেরা’র শিরোপা অর্জন করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। ভারতের মোট ৩৯৭৬ জন বিজ্ঞানীদের মধ্যে শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের-ই ৪২ জন (গত বছর ছিল ২৯) জায়গা পেয়েছেন এই তালিকায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১১ জন বিজ্ঞানী জায়গা পেয়েছেন এই তালিকায়।

Dr. Sovan Samanta (Tamralipta Mahavidyalaya):

Dr. Chiranjit Jana (Vidyasagar University):

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago