দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জানুয়ারি: এক বিরল মহাজাগতিক দৃশ্য। একই সারিতে বা একই লাইনে শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহ। ঠিক যেন গ্রহদের প্যারেড। যার পোশাকি নাম- Planetary Alignment বা Parade of Planet। ২১ থেকে ২৯ জানুয়ারি, সূর্য ডোবার ঠিক ৪৫ মিনিট পর থেকে এই বিরল মহাজাগতিক দৃশ্য রাতের আকাশে পর্যবেক্ষণ করা যাবে একটি ভালো বা উন্নত মানের টেলিস্কোপ থাকলেই। আর সবথেকে ভালোভাবে পর্যবেক্ষণ করার দিন ছিল শনিবার অর্থাৎ ২৫ জানুয়ারি, সন্ধ্যা ৬টা থেকে রাত্রি সাড়ে ৮টা পর্যন্ত। মেদিনীপুর কলেজ (স্বশাসিত)-র পদার্থবিদ্যা (Physics) বিভাগের অধীন এন.সি রানা আকাশ পর্যবেক্ষণ কেন্দ্র (N.C Rana Sky Observation Centre)-র তরফেও তাই এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখানোর জন্য এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছিল। এদিন সন্ধ্যার পরই কলেজের পাঁচতলায় এই আকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। স্কুল-কলেজের ছাত্রছাত্রী তথা পড়ুয়াদের সাথে সাথেই শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল মেদিনীপুর কলেজের পক্ষ থেকে।

এই বিরল মহাজাগতিক দৃশ্য টেলিস্কোপের মাধ্যমে প্রত্যক্ষ করানো হয়। যা দেখে স্বভাবতই আপ্লুত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকা। মেদিনীপুর কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপিকা তনুশ্রী পাল বলেন, “আকাশ পরিস্কার থাকলে এই ধরনের মহাজাগতিক দৃশ্যগুলি উৎসাহিত ও সচেতন পড়ুয়াদের দেখানোর চেষ্টা করে থাকি আমরা। এদিনও তাই করা হয়েছে।” সাধু খাঁড়া নামে এক অভিভাবক তথা শিক্ষক বলেন, “সারিবদ্ধভাবে বেশ কয়েকটি গ্রহকে আমরা দেখতে পেয়েছি। সেই সঙ্গে বৃহস্পতির উপগ্রহগুলিও স্পষ্ট দেখা গেছে।”