thebengalpost.net
Facebook:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৫ মার্চ: নিজে থেকেই লগআউট (logout) হয়ে যাচ্ছে ফেসবুক (Facebook)। সমস্যা ইনস্টাগ্রামেও (Instagram)। মঙ্গলবার (5th March) সন্ধ্যার পরই ভারত সহ বিশ্বজুড়ে এমনই বিপাকে পড়েন ব্যবহারকারীরা! সমস্যার কথা টুইটার সহ অন্যান্য সমাজমাধ্যমে জানান তাঁরা। মঙ্গলবার রাত অবধি সমস্যার ‘কারণ’ নিয়ে কোনও বিবৃতি দেয়নি মূল সংস্থা মেটা (Meta)। তবে, রাত্রি ঠিক ১০-টা নাগাদ নিজে থেকেই সমস্যার সমাধান হয়। পুনরায় চালু হয়ে যায় ফেসবুক। নতুন করে লগইনেরও প্রয়োজন হয়নি বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।

thebengalpost.net
Facebook:

এর আগে মঙ্গলবার সন্ধ্যার পর ব্যবহারকারীরা অভিযোগ করেন, নিজে থেকেই লগ-আউট (logout) হয়ে যাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। তারপর চাইলেও আর লগ-ইন (login) করা যাচ্ছে না। ইনস্টাগ্রামেও একই সমস্যা হয়। এমনকি মার্ক জুকারবার্গের Meta-র তৈরি আর এক অ্যাপ ‘থ্রেডস’-এও সমস্যা দেখা দেয়। প্রায় এক-দেড় ঘন্টা ধরে এই সমস্যা চলে। শেষমেশ ভারতীয় সময় রাত্রি দশটা নাগাদ বিভ্রাট কাটিয়ে ফিরে আসে ফেসবুক। স্বস্তি নামে তামাম নেট দুনিয়ায়!।