Society

ফের “ডাইনি” অপবাদে অত্যাচার পশ্চিম মেদিনীপুরে! মহিলাকে মারধর করে ‘গ্রামছাড়া’ করার অভিযোগ ডেবরায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: একের পর এক ডাইনি-কাণ্ডে লজ্জায় মাথা হেঁট হচ্ছে জেলা পশ্চিম মেদিনীপুরের। দিনকয়েক আগেই উঠে এসেছিলো, মেদিনীপুর সদর ব্লকের এক শিক্ষক পরিবারের ৫ বছর ধরে ঘরছাড়া থাকার অভিজ্ঞতার কথা। আর, এবার ডেবরা ব্লকে “ডাইনি” অপবাদ দিয়ে সালিশি সভা ডেকে এক মহিলাকে মারধর করার অভিযোগ উঠলো! প্রাণের ভয়ে এই মুহূর্তে ঘরছাড়া পুরো পরিবার। জানা গেছে, ডেবরা ব্লকের ৯ নং ষাঁড়পুর-লোয়াদা গ্রাম পঞ্চায়েতের ভূঁইয়াবসান গ্রামের চাঁদমণি মুর্মু (৩৪) নামে এক গৃহবধূর উপর এই অত্যাচার হয়। গ্রামের এক পরিবারের সঙ্গে অশান্তি’র পর ওই পরিবারের এক বালকের জ্বরের উপসর্গ দেখা দেয়। এরপরই, চাঁদমণি ও তার স্বামী সনাতনের উপর অত্যাচার হয়। সালিশি সভা ডেকে ‘জরিমানা’ করা হয়। এরপর, টাকা না দেওয়ায় মারধর করা হয় এবং হুমকি দেওয়া হয় গ্রামে থাকা যাবে না! কোনোক্রমে গ্রাম থেকে সপরিবারে পালিয়ে এসে সনাতন শ্বশুর বাড়িতে আশ্রয় নেয়। ওই গ্রামের বাসিন্দাদের সহায়তায় শনিবার সন্ধ্যায় ডেবরা থানায় অভিযোগ জানায় ওই পরিবার। ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ওই মহিলার চিকিৎসা করানো হয়েছে। মহিলার স্বামী সনাতন’ও খুব একটা সুস্থ নয়। আছে এক নাবালক পুত্র। অসহায় পরিবার ভয়ে আর গ্রামেই ফিরতে চাইছেনা!

ডেবরা ব্লকের ঘটনা :

স্থানীয় সূত্রে জানা গেছে, ডেবরার লোয়াদা সংলগ্ন ভূঁইয়াবসান গ্রামের বাসিন্দা সনাতন মুর্মু ও চাঁদমণি মুর্মু। তাদের এক নাবালক পুত্র’ও আছে। গত মাসে হাসপাতাল থেকে ছাড় পেয়ে ঘরে ফিরেছে সনাতন। দিনমজুরি করে সংসার চলে তাদের। সম্প্রতি, একটি হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে পাশের বাড়ির সাথে অশান্তি হয় চাঁদমণি’র। এরপরই নাকি ওই পরিবারের এক বালকের জ্বর হয়। তারপরই চাঁদমণি’কে “ডাইনি” সাব্যস্ত করা হয়। সালিশি সভায় ডেকে প্রথমে জরিমানা ও পরে মারধর করা হয়। অসুস্থ স্বামী ও নাবালক পুত্র’কে নিয়ে আহত চাঁদমণি গ্রাম ছেড়ে পালিয়ে আসে। যদিও এ নিয়ে অভিযুক্ত পরিবারের এক সদস্যার দাবি, “একটি হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে ঝামেলা হয়। তখন আমি সনাতনের স্ত্রী’কে গালিগালাজ করি। তখন ও বলে পাঁচ দিনের মধ্যে তোর ছেলে মারা যাবে! তখন আমি ওকে বলেছিলাম তুই মানুষ না ডাইনি? এর বেশি আর কিছু হয়নি। কোনো সালিশি এখনও হয়নি।” যদিও, এই ঘটনায় সনাতন ও চাঁদমণি’কে ঘরছাড়া হতে হয় বলে পুলিশও স্বীকার করে নিয়েছে। ডেবরার সি আই কৃষ্ণেন্দু হোতা ‘মারধর’ এর অভিযোগ সম্পর্কে কিছু না বললেও, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। লিখিত অভিযোগের পর গ্রামে পুলিশ টহল দিয়ে এসেছে বলেও জানা গেছে। তবে, এভাবে‌ একের পর এক গ্রামে ‘ডাইনি’ অপবাদ দিয়ে অত্যাচার করার ঘটনায় জেলাজুড়ে নতুন আতঙ্ক তৈরি হচ্ছে! অনেকেই প্রশ্ন তুলছেন, বছর ছয়েক আগে ডেবরা ও দাসপুর সীমানায় ‘ডাইনি’ অপবাদ দিয়ে ৩ মহিলাকে পুঁতে দেওয়ার মতো ভয়াবহ ঘটনা’র পরও কি মানুষের মনে “সচেতনতা” তৈরি হয়নি! প্রশাসনের আরও কঠোর হওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলেই।

ডেবরা থানায় অভিযোগ দায়ের :

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

2 hours ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago