Special Article

Abhishek Banerjee: অভিষেকই আগামীর শেষ কথা! কল্যাণের ‘অকল্যাণ’ দেখছেন অর্জুন, আকাশ চাইছেন ‘বিদায়’

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সমীরণ ঘোষ, ১৬ জানুয়ারি: হ্যাঁ, এ নিয়ে আর সন্দেহের অবকাশ থাকলো না অভিষেকের কথাই শেষ কথা। আর, অভিষেক বন্দ্যোপাধ্যায়-ই আগামী’র নেতা। তা সে যতোই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো কেউ কেউ বলুন না কেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে নেতা মানিনা!” প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, “ব্যক্তিগতভাবে আমি চাইছি নির্বাচন ২ মাস পিছিয়ে যাক।” তারপরই, এ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। কারণ তার আগে অবধি, নির্বাচন পিছিয়ে যাওয়া নিয়ে স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের কেউ ‘টুঁ’ শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি। বরং, তৃণমূল নির্বাচন চেয়েছিল বলেই, রাজ্য নির্বাচন কমিশন আদালতে নির্বাচনের পক্ষে সওয়াল করেছিল। এরপর, ৮ জানুয়ারি (শনিবার) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, “অভিষেকের মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই বিপদে ফেলছে। একজন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ব্যক্তিগত মতামত বলে কিছু হয়না!” কটাক্ষ করেছিলেন, করোনা পরীক্ষা সংক্রান্ত অভিষেকের ‘ডায়মন্ডহারবার মডেল’ কেও। সাংসদ কল্যাণের বক্তব্য ছিল, “কিসের ডায়মন্ডহারবার মডেল। মনে নেই ১ জানুয়ারি বর্ষবরণের রাতে, মুম্বাই থেকে গায়ক এনে, কয়েকহাজার সমাগম করে এমপি কাপের ফাইনাল করা হয়েছিল! আর আমাকেও যদি কিট দেওয়া হয়, আমিও করোনা পরীক্ষা করে দেখিয়ে দিতে পারি।” যোগ করেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে নেতা বলে মানিনা। তাঁর খারাপ সময়ের সঙ্গী আমি। দল ক্ষমতায় আসার পর রাজনীতি করতে আসিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ-ই আমার পথ!” তবে, অনেকটা শুভেন্দু অধিকারীর ঢঙয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে শেষ পর্যন্ত ‘কল্যাণ’ যে নিজের ‘অকল্যাণ’-ই ডেকে আনলেন তা নিয়ে রাজনৈতিক মহল নিশ্চিত! অভিষেক ভোট পিছানোর কথা বলতেই, সেই বক্তব্য তৃণমূলের দলীয় বক্তব্য হয়ে গেল। ‘গুডি গুডি বয়’ হয়ে, নির্বাচন কমিশনও তা মেনে নিয়ে শনিবার বিজ্ঞপ্তিও জারি করে দিল। ২২ জানুয়ারির পরিবর্তে, নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি। ২ মাস নয়, ভোট পিছোচ্ছে তিন সপ্তাহ! তবে, সংক্রমণ বাড়লে আগামী দিনে তা আরও পিছিয়ে যেতে পারে।

অভিষেকের রেকর্ড :

কল্যাণের হুঙ্কার :

আর, অভিষেক-কল্যাণ বিতর্কে কার্যত কল্যাণ বন্দ্যোপাধ্যায়’কেই হুমকির সুরে শৃঙ্খলা রক্ষা কমিটির নেতা পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, “এই বিতর্কে অবিলম্বে ছেদ টানতে হবে। নাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”। কারণ, অভিষেক’কে কটাক্ষ করার পরই দলের মুখপাত্র কুনাল ঘোষ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়’কে ব্যক্তিগত আক্রমণ করেন। তাঁর অপসারণ চান আরেক সাংসদ অপরুপা পোদ্দার। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দোপাধ্যায় সমাজমাধ্যমে দাবি তোলেন, “শ্রীরামপুর নতুন সাংসদ চায়।” আর, সবশেষে ডায়মন্ডহারবারে অভিষেকের অনুগামীরা কল্যান বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করে! এসব দেখেই বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেন, “আমি নিজে তৃণমূল দলটা করেছি। তাই জানি, অভিষেকের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনেক আগে থেকেই সমস্যা ছিল। তবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মত পুরানোদের এখন আর কদর নেই!” ‘চুপ’ না করলে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়- কে যে দল থেকে বহিষ্কার করে দেওয়াও হতে পারে তাও আশঙ্কা করেছেন অর্জুন! সবমিলিয়ে, প্রথমে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে কল্যান এখন দলের কু-নজরে। তবে, রাজীবের বিরোধিতা করে ছাড় পেয়ে গেলেও, দলের আগামীর কান্ডারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করায় কল্যাণের আগামীর পথ যে নিষ্কণ্টক হবে না, তা বলাই বাহুল্য!

আকাশ ব্যানার্জি (Akash Banerjee)’র পোস্ট :

কল্যাণ নয় অভিষেক-ই শেষ কথা :

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

12 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago