Viral

Hiraan: “কেন্দ্রীয় সরকার দাঁড় করিয়ে করিয়ে T*M*C-কে জিতিয়েছে!” মেদিনীপুর শহরে এসে হাটে হাঁড়ি ভাঙলেন ‘অসহায়’ হিরণ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর:”লোকসভায় কেন্দ্রীয় সরকার দাঁড় করিয়ে করিয়ে TMCকে জিতিয়েছে। আপনারা তো দেখেছেন, সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে থাকত আর ওরা আমাদের বুথ দখল করে ভোট করছিল! আমরা হাইকোর্টেও গিয়েছিলাম। কিন্তু, নির্বাচন কমিশন সিসিটিভি ক্যামেরা ফরেন্সিকের জন্য পাঠাতে রাজি হয়নি।” শনিবার দলীয় প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে ভোট প্রচারে এসে মেদিনীপুর শহরে ঠিক এভাবেই হাটে ‘হাঁড়ি’ ভেঙে দিলেন খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। এতদিন বাম-কংগ্রেস সহ রাজ্যের রাজনীতি-সচেতন একাংশ মানুষ যে ‘দিদি-মোদি সেটিং’ বা ‘কেন্দ্র-রাজ্য আঁতাত’ এর অভিযোগ করে আসছিলেন; এদিন খোদ বিজেপি বিধায়কের কন্ঠেও কার্যত সেই ক্ষোভের সুরই প্রতিধ্বনিত হল। স্পষ্টতই হতাশ হিরণ। বললেন, “মানুষ হতাশ, আমরা বিজেপি কর্মীরাও হতাশ!”

মেদিনীপুর শহরে ভোট প্রচারে হিরণ:

Advertisement (বিজ্ঞাপন):
বিজ্ঞাপন (Advertisement):

যদিও, হিরণের দাবি, “মানুষ বিজেপি-র পাশে আছে। শুধুমাত্র কেন্দ্রীয় সরকার (নির্বাচন কমিশন?) যদি ভোটটা ঠিকঠাক করিয়ে দেয়; তবেই এই ভোটে জিততে পারব। নাহলে পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা করলে, এ ভোট জেতা যাবে না!” উল্লেখ্য যে, এর আগে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরাও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন লোকসভা নির্বাচনের সময় বা তার পরে। তবে তাঁরা কখনোই কেন্দ্রীয় সরকার তথা মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেননি! বরং তাঁদের মন্তব্য ছিল, “কেন্দ্রীয় বাহিনীকে (সেন্ট্রাল ফোর্সকে) পরিচালনা করে রাজ্য পুলিশ!” এবারের উপনির্বাচনেও যে কেন্দ্রীয় বাহিনীর উপর খুব একটা ভরসা করতে পারছেন না তাঁরা; তা রাজ্যের বিরোধী দলনেতার কথাতেও স্পষ্ট হয়েছে। বৃহস্পতিবার মেদিনীপুর শহরে এসে শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, “কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশ যেভাবে ব্যবহার করে, ওরা তাই করতে বাধ্য হয়। তাই খুব বেশি ভরসা করার জায়গা নেই!” আর সেজন্যই এবার কোনও ‘অন্যায়’ হলে, জাতীয় সড়ক অবরোধের হুমকি দিয়ে রেখেছেন শুভেন্দু! তবে, বিজেপি প্রার্থীর ভোট প্রচারে এসে এদিন হিরণ যেভাবে কেন্দ্র-রাজ্য ‘গোপন আঁতাত’-র অভিযোগে সরব হলেন; তাতে কার্যত মাথায় হাত বিজেপি কার্যকর্তাদেরও! অনেকেই আবার প্রশ্ন তুলছেন, তবে কি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে হিরণ ফের তৃণমূলে যাওয়ার পথটা পরিষ্কার করতে শুরু করলেন? নাকি সত্যিই সত্যিই প্রচণ্ড ক্ষোভ, হতাশা থেকে এমন ‘বেফাঁস’ মন্তব্য করে বসলেন? এ নিয়ে কোনও পক্ষের কেউই কোনও মন্তব্য করতে চাননি। তবে ওয়াকিবহাল মহলের মতে, হিরণ যা বললেন, তা নাকি এই মুহূর্তে বাংলার হাজার হাজার বঞ্চিতদের ‘হৃদয়ের কথা’! বলাই বাহুল্য, চন্দ্রচূড়ের কাছ থেকে যাঁরা ‘বিচার’ পাননি, তাঁদেরও!

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

5 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago