Sports

Midnapore Derby: ড্র হল ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা! মেদিনীপুরে জিতল ফুটবল

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুন: মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা’র উদ্যোগে এবং প্লেয়ার্স অফ হিউম্যানিটি ও জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় জেলা শহরের ঐতিহাসিক অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হল, ইস্টবেঙ্গল ব্রিগেড বনাম মোহনবাগান ব্রিগেড-এর খেলা (ডার্বি/Derby)। রবিবার (২৬ জুন), বিকেল ঠিক চারটা নাগাদ শুরু হয় ম্যাচ। বিগত কয়েক বছর পর কানায় কানায় ভর্তি হল অরবিন্দ স্টেডিয়াম। সঙ্গে, সবুজ মেরুন আর লাল হলুদ সমর্থকদের প্রবল উচ্ছ্বাস! দুই অর্ধে যথাক্রমে ৩০ মিনিট করে খেলা হয়। প্রথম অর্ধের ১৫ মিনিটের মাথায় প্রথম গোল করে ইস্টবেঙ্গল। নিখুঁত হেডে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মহম্মদ রফিক (৮ নং জার্সি)। এর ঠিক ৫ মিনিটের মাথায় গোল শোধ করেন মোহনবাগানের সাবিত সত্যম (জার্সি নং ১০)। প্রথম অর্ধের খেলা শেষ হয় ১-১ গোলে।‌ যদিও, শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল ১-১’ই থেকে যায়।

ম্যাচ শুরুর আগের মুহূর্তে:

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর (খড়্গপুর) জেলার উদীয়মান ফুটবলার রাম ট্যান্ডনের অকাল-প্রয়াণে (মাত্র ৩০ বছর বয়সে) শোকাহত জেলা ও মহকুমার ক্রীড়া প্রশাসকরা তাঁর পরিবারের হাতে যথাসাধ্য আর্থিক সাহায্য তুলে দেওয়ার আন্তরিক প্রচেষ্টাতেই এই প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজন করেন। যোগ্য সহায়তার হাত বাড়িয়ে দেয় কলকাতার বিখ্যাত ফুটবলারদের সংগঠন প্লেয়ার্স ফর হিউম্যানিটি। রবিবারের এই ডার্বি ম্যাচে মোহনবাগান ব্রিগেডের হয়ে খেলেন, সন্দীপ নন্দী (অধিনায়ক ও গোলকিপার), ফুলচাঁদ হেমব্রম, মোহন সরকার, সাবিত সত্যম, শেখ সাহিল, ডেনশন দেবদাস, লালকমল ভৌমিক, রাম মালিক, উজ্জ্বল হাওলাদার, অরিন্দম ভট্টাচার্য (দ্বিতীয় অর্ধে গোলকিপার), কালি, সন্দীপ বিশ্বাস, দীপেন্দু দুয়ারী। অপরদিকে, ইস্টবেঙ্গল ব্রিগেডের হয়ে খেলেন- অভ্র মন্ডল (অধিনায়ক ও গোলকিপার), অর্ণব মন্ডল, অমিত চক্রবর্তী, অসীম বিশ্বাস, মহম্মদ রফিক (৮), ভোলা প্রসাদ, শুভ কুমার, হীরা মণ্ডল (৫), এন্টনি সরেন (৬), আরিয়ান (১১), শুভাশিস রায় (১০), অরিন্দম মাইতি, গোপাল পোদ্দার। অপূর্ব ফুটল উপহার দেন সকলেই। তবে, সবার মন জয় করেন মাত্র ১৯ বছরের ফুটবলার আরিয়ান (ইস্টবেঙ্গল, ১১ নং জার্সি)। অন্যদিকে, দীর্ঘদিন পর এই ধরনের খেলা আয়োজিত হওয়ায় খুশি আপামর মেদিনীপুরবাসী। তাই, শেষ পর্যন্ত এই ম্যাচ ড্র হলেও, জিতল আসলে ফুটবল-ই!

বল পায়ে আরিয়ান:

মাঠে দর্শকদের উচ্ছ্বাস :

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

12 mins ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago