Sports

Midnapore Derby: ড্র হল ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা! মেদিনীপুরে জিতল ফুটবল

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুন: মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা’র উদ্যোগে এবং প্লেয়ার্স অফ হিউম্যানিটি ও জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় জেলা শহরের ঐতিহাসিক অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হল, ইস্টবেঙ্গল ব্রিগেড বনাম মোহনবাগান ব্রিগেড-এর খেলা (ডার্বি/Derby)। রবিবার (২৬ জুন), বিকেল ঠিক চারটা নাগাদ শুরু হয় ম্যাচ। বিগত কয়েক বছর পর কানায় কানায় ভর্তি হল অরবিন্দ স্টেডিয়াম। সঙ্গে, সবুজ মেরুন আর লাল হলুদ সমর্থকদের প্রবল উচ্ছ্বাস! দুই অর্ধে যথাক্রমে ৩০ মিনিট করে খেলা হয়। প্রথম অর্ধের ১৫ মিনিটের মাথায় প্রথম গোল করে ইস্টবেঙ্গল। নিখুঁত হেডে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মহম্মদ রফিক (৮ নং জার্সি)। এর ঠিক ৫ মিনিটের মাথায় গোল শোধ করেন মোহনবাগানের সাবিত সত্যম (জার্সি নং ১০)। প্রথম অর্ধের খেলা শেষ হয় ১-১ গোলে।‌ যদিও, শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল ১-১’ই থেকে যায়।

ম্যাচ শুরুর আগের মুহূর্তে:

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর (খড়্গপুর) জেলার উদীয়মান ফুটবলার রাম ট্যান্ডনের অকাল-প্রয়াণে (মাত্র ৩০ বছর বয়সে) শোকাহত জেলা ও মহকুমার ক্রীড়া প্রশাসকরা তাঁর পরিবারের হাতে যথাসাধ্য আর্থিক সাহায্য তুলে দেওয়ার আন্তরিক প্রচেষ্টাতেই এই প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজন করেন। যোগ্য সহায়তার হাত বাড়িয়ে দেয় কলকাতার বিখ্যাত ফুটবলারদের সংগঠন প্লেয়ার্স ফর হিউম্যানিটি। রবিবারের এই ডার্বি ম্যাচে মোহনবাগান ব্রিগেডের হয়ে খেলেন, সন্দীপ নন্দী (অধিনায়ক ও গোলকিপার), ফুলচাঁদ হেমব্রম, মোহন সরকার, সাবিত সত্যম, শেখ সাহিল, ডেনশন দেবদাস, লালকমল ভৌমিক, রাম মালিক, উজ্জ্বল হাওলাদার, অরিন্দম ভট্টাচার্য (দ্বিতীয় অর্ধে গোলকিপার), কালি, সন্দীপ বিশ্বাস, দীপেন্দু দুয়ারী। অপরদিকে, ইস্টবেঙ্গল ব্রিগেডের হয়ে খেলেন- অভ্র মন্ডল (অধিনায়ক ও গোলকিপার), অর্ণব মন্ডল, অমিত চক্রবর্তী, অসীম বিশ্বাস, মহম্মদ রফিক (৮), ভোলা প্রসাদ, শুভ কুমার, হীরা মণ্ডল (৫), এন্টনি সরেন (৬), আরিয়ান (১১), শুভাশিস রায় (১০), অরিন্দম মাইতি, গোপাল পোদ্দার। অপূর্ব ফুটল উপহার দেন সকলেই। তবে, সবার মন জয় করেন মাত্র ১৯ বছরের ফুটবলার আরিয়ান (ইস্টবেঙ্গল, ১১ নং জার্সি)। অন্যদিকে, দীর্ঘদিন পর এই ধরনের খেলা আয়োজিত হওয়ায় খুশি আপামর মেদিনীপুরবাসী। তাই, শেষ পর্যন্ত এই ম্যাচ ড্র হলেও, জিতল আসলে ফুটবল-ই!

বল পায়ে আরিয়ান:

মাঠে দর্শকদের উচ্ছ্বাস :

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

4 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

7 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

1 week ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

1 week ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

1 week ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

2 weeks ago