Midnapore

Midnapore: মেদিনীপুর শহরের নির্মীয়মাণ বহুতলের ছাদ থেকে মরণ-ঝাঁপ বৃদ্ধার, একাধিক অভিযোগ বাসিন্দাদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি: দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার বেলা সাড়ে ১২টা নাগাদ বাড়ির পিছনের নির্মীয়মাণ বহুতলের ছাদে উঠে আত্মহত্যা করলেন বৃদ্ধা। শনিবার ভরদুপুরে ঘটনা ঘিরে চাঞ্চল্য জেলা শহর মেদিনীপুরের কেরানীটোলা এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মৃতার নাম প্রীতি বন্দ্যোপাধ্যায়। বয়স ৬৮ বছর। তাঁর স্বামীর নাম স্বপনকুমার বন্দ্যোপাধ্যায়। তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মচারী। ছেলে চিকিৎসক। তবে, এদিন তিনি বাড়িতে ছিলেন না। ইতিমধ্যেই মেদিনীপুর কোতোয়ালী থানার তরফে দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে। ঘটনার তদন্তও শুরু করা হয়েছে পুলিশের তরফে।

উদ্ধার বৃদ্ধার দেহ:

বিজ্ঞাপন (Advertisement):

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১২টা নাগাদ হঠাৎই মেদিনীপুর শহরের কেরানীটোলা এলাকায় অবস্থিত একটি নির্মীয়মাণ বহুতলের ছাদের কার্নিশে এক বৃদ্ধাকে দেখতে পান স্থানীয়রা। তাঁরাই কোতোয়লী থানায় খবর দেন। খবর দেওয়া হয় দমকলেও। অনেকেই আবার সেই দৃশ্য মোবাইল বন্দীও করেন। হঠাৎই সকলের চোখের সামনে ওই বৃদ্ধা ছাদের কার্নিশ থেকে ঝাঁপ মারেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ততক্ষণে পুলিশ ও দমকল বাহিনী পৌঁছে গেলেও কিছু করার সময় পাননি তাঁরা। কিছুক্ষণের মধ্যেই মৃত বৃদ্ধার পরিজনেরা গিয়ে দেহ শনাক্ত করেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে। মৃতার স্বামী স্বপনকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রোজগার মতোই এদিন বেলা ১২টা নাগাদ আমাদের বাড়ির সর্বক্ষণের পরিচারিকা আমাকে আর আমার স্ত্রীকে ডাকতে আসে খাওয়ার জন্য। কিন্তু, ওকে বাড়ির কোথাও খুঁজে পাওয়া যায়নি। সঙ্গে সঙ্গেই আমি আমার ভাগ্না সহ অন্যান্য পরিজনদের ফোন করে বলি। ভাগ্না মেদিনীপুর স্টেশন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। তারপরই শুনি আমাদের বাড়ির সামনেই এমন একটি ঘটনা ঘটেছে! কখন গেল, কিভাবে উঠল কিছুই বুঝতে পারছিনা।’ রামসাধন মুখোপাধ্যায় নামে মৃতার এক পরিজন বলেন, ‘খুবই অসুস্থ ছিলেন। দীর্ঘদিন ধরেই চিকিৎসা চলছিল। ইদানিং প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন। আজকে হঠাৎই বাড়ির পিছনের ওই নির্মীয়মান বহুতলে উঠে যান!’

এলাকাবাসীরা বলেন, ‘একটি নির্মীয়মান বহুতল। সেখানে কেন নিরাপত্তাকর্মী থাকবে না! এটাতো দুপুরে ঘটল। সন্ধ্যায় বা রাতে যে আরো কোন দুষ্কর্ম হবে না এই ফাঁকা বাড়িতে, তার কি নিশ্চয়তা আছে?’ বাড়ির মালিক সহ পুরসভাকে দুষেছেন কংগ্রেস কাউন্সিলর মহম্মদ সাইফুলও। তিনি বলেন, ‘এই নির্মীয়মান বাড়ি আদৌ আইন মেনে তৈরি হয়েছে কিনা ঠিক নেই! তার ওপর কোন নিরাপত্তা ব্যবস্থা নেই। পুরসভা, প্রশাসন কি করছে! বাড়ির মালিককেও অবিলম্বে গ্রেফতার করা উচিত।’ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।

কার্নিশ থেকে ঝাঁপ বৃদ্ধার:

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

1 day ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

4 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

5 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

6 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago