Sports

National Football Camp: রাজ্য থেকে মাত্র ২ জন, জাতীয় ফুটবল শিবিরে শালবনীর মৌসুমী! ‘জঙ্গলকন্যা’কে ঘিরে উচ্ছ্বাস জেলাজুড়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: গর্বের, নিঃসন্দেহে গর্বের! রাজ্য থেকে মাত্র ২ জন জায়গা পেয়েছেন অনুর্ধ্ব ১৯ জাতীয় মহিলা ফুটবল দলে। তাঁদের মধ্যেই একজন হলেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত জঙ্গলমহল এলাকা শালবনী ব্লকের তিলাখুলি গ্রামের মৌসুমী মুর্মু। স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস আর আনন্দের সীমা নেই জঙ্গলমহল তথা জেলা জুড়ে! ইতিমধ্যে, গোয়াতে দেশের সেরা ২০ জন অনুর্ধ্ব মহিলা ফুটবলারকে নিয়ে জাতীয় ফুটবল শিবির শুরু হয়েছে। সেখানেই গত ১১ নভেম্বর এ রাজ্য থেকে যোগ দিয়েছেন শালবনীর অষ্টাদশী কন্যা মৌসুমী মুর্মু। তাঁর সাথে রাজ্যের অপর প্রতিশ্রুতি সম্পন্না ফুটবলার আসানসোলের অদ্রিজা সরকারও যোগ দিয়েছেন। অদ্রিজা অবশ্য গোলকিপার। আর, মৌসুমী স্ট্রাইকার। লক্ষ্য এখন, আগামী ১৩ ডিসেম্বর বাংলাদেশে আয়োজিত অনুর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম একাদশে জায়গা করে নেওয়া এবং বিপক্ষের বিরুদ্ধে গোল করে দেশের মুখ উজ্জ্বল করা! সেই স্বপ্নতেই এখন ডুব দিয়েছে সারা জঙ্গলমহল তথা অবিভক্ত মেদিনীপুর জেলা।

গোয়ার পথে মৌসুমী মুর্মু :

প্রসঙ্গত উল্লেখ্য যে, জঙ্গলমহল শালবনীর তিলাখুলি গ্রামের এক ‘দিন আনা দিন খাওয়া’ পরিবার থেকেই উঠে এসেছেন মৌসুমী। তবে, তাঁর অনুপ্রেরণা অবশ্য নিজের দিদি মৌমিতা ও দাদা সুব্রত। তিন ভাইবোনই সহজাত প্রতিভা সম্পন্ন ফুটবলার। মৌমিতা ইতিমধ্যে জেলার অন্যতম সেরা মহিলা ফুটবলার হিসেবে সিভিক পুলিশের চাকরি পেয়েছেন। দাদা সুব্রতও রাজ্য স্তরে খেলেছেন। তিনিও চাকরি পেয়েছেন পুলিশে। আর, মৌসুমী ইতিমধ্যে ‘জঙ্গলমহল কাপ’ এর সেরা ফুটবলার হিসেবে ২০২০ সালে উপহার পেয়েছেন একটি স্কুটি। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে তাঁর চাকরির ব্যবস্থাও করা হয়েছে। তবে, ১৮ বছর না হওয়ায় মৌসুমী তখন সিভিক পুলিশের চাকরি-তে যোগদান করতে পারেননি! সদ্য ১৮ পেরোনো মৌসুমী এবার জেলায় ফিরে এলে চাকরিতেও যোগদান করবেন। ধান্যশোল উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী মৌসুমী’র উত্থানের পেছনে অবশ্য শালবনী ফুটবল অ্যাকাডেমি তথা শালবনী ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের অবদান অনস্বীকার্য। এদের উদ্যোগেই, তাঁর দিদি ও দাদা’র মতোই মৌসুমীও ছোটো থেকে শালবনী নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে অনুশীলন করেছেন। তিন-তিনবার জঙ্গলমহল কাপে প্রতিনিধিত্ব করেছেন, শালবনী ‘জাগরণ’ দলের হয়ে। মৌসুমীর পরিবার জানিয়েছে, শালবনী ফুটবল অ্যাকাডেমি-তে প্রথমে অজিত কর এবং পরবর্তী সময়ে নারায়ণ সিংহের তত্ত্বাবধানে অনুশীলন করেছে মৌসুমী। নারায়ণ বাবু’র আশা, “গত বছরই মহারাষ্ট্রে আয়োজিত অনুর্ধ্ব ১৭ জাতীয় মহিলা ফুটবল শিবিরে যোগ দিয়েছিল মৌসুমী। সেখানেও ও সকলের নজর কেড়েছিল। এরপর, কলকাতা ও ভুবনেশ্বরেও ভালো খেলেছে মৌসুমী। আমাদের আশা, ও প্রথম একাদশে সুযোগ পাবে এবং গোল করবে।” আর, শালবনী ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ বললেন, “মৌসুমী শুধু জঙ্গলমহল নয়, পশ্চিম মেদিনীপুর জেলা ও পশ্চিমবঙ্গের গর্ব। আমাদের লক্ষ্য আরও অনেক মৌসুমী তৈরি করা। সেই লক্ষ্যেই এবার শালবনীর কয়মা স্টেডিয়ামে মেয়েদের ফুটবল অ্যাকাডেমি গড়ে তোলা হচ্ছে।”

জঙ্গলমহল কাপের সেরা ফুটবলার হওয়ার পর মৌসুমী (ফাইল ছবি) :

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

5 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

6 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

1 week ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago