দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ অক্টোবর: প্রত্যন্ত জঙ্গলমহলে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য স্তরের মহিলা ফুটবল প্রতিযোগিতা। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভীমপুরের কাছে পাটাঝোরিয়া এলাকায় আগামী ২৯ অক্টোবর (শুক্রবার) একদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে রাজ্য তথা দেশের ৮ টি নামকরা মহিলা ফুটবল দল। প্রত্যন্ত জঙ্গলমহলের এই খেলা নিয়ে উৎসাহ তুঙ্গে সকলের মধ্যে!
উল্লেখ্য যে, কলকাতা, উঃ ২৪ পরগণা, নদীয়া, দুর্গাপুর, রাঁচি- প্রভৃতি এলাকা থেকে মহিলা ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। বলরামপুর বীণাপাণি ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে একদিবসীয় এই প্রতিযোগিতা। খেলায় মহিলাদের জন্য কোনো প্রবেশমূল্য নেই, তবে পুরুষদের ক্ষেত্রে ‘সাহায্য বাবদ’ ২০ টাকা করে নেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।