শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুই বারের ব্রোঞ্জ পদক জয়ী পশ্চিম মেদিনীপুরের পিংলার প্রণতি নায়েক এবার হাঙ্গেরি-তে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ জিমান্যাস্টিক্স মিট’-এ তৃতীয় স্থান অর্জন করে জিতে নিলেন ব্রোঞ্জ পদক। ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে এই প্রথম পদক জিতলেন তিনি। শনিবার (৯ সেপ্টেম্বর) ভারতের একমাত্র মহিলা জিমন্যাস্ট হিসেবে পদক জিতেছেন মেদিনীপুরের ‘ভূমিকন্যা’ প্রণতি। প্রণতি-র স্কোর ১২.৯৬৬। প্রথম স্থানাধিকারী হাঙ্গেরির গ্রেটা মায়ারের স্কোর ১৩.১৪৯। দ্বিতীয় স্থানে থাকা চেক প্রজাতন্ত্রের অ্যালিস ভিকোভা-র স্কোর ১২.৯৯। শনিবার রাতে এই খবর পিংলাতে পৌঁছনোর পরই উচ্ছ্বসিত পিংলা তথা আপামর পশ্চিম মেদিনীপুরবাসী। পিংলার প্রত্যন্ত কড়কাই এলাকাতেও বয়ে যাচ্ছে শুভেচ্ছার বন্যা!

thebengalpost.net
প্রণতি নায়েক (Pranati Nayak):

প্রসঙ্গত, এশিয়ান চ্যাম্পিয়নশিপে দু’বারের ব্রোঞ্জ পদকজয়ী জিমন্যাস্ট প্রণতি নায়েক। এশিয়ান গেমসের প্রস্তুতিও তিনি মেজাজেই সারলেন। হাঙ্গেরির জোম্বাথেলিতে (Szombathely, Hungary) অনুষ্ঠিত বিশ্ব চ্যালেঞ্জ কাপ জিমন্যাস্টিক্সে এদিন বেশ ভালো পারফরম্যান্স করেন প্রণতি। ভল্ট ফাইনালে প্রণতি স্কোর করেন ১২.৯৬৬। যৌথভাবে তৃতীয় স্থানে ছিলেন তিনি। প্রথম স্থানে ছিলেন হাঙ্গেরির গ্রেটা মায়ার। তাঁর পয়েন্ট ছিল ১৩.১৪৯। দ্বিতীয় স্থানে ছিলেন চেক প্রজাতন্ত্রের অ্যালিস ভিকোভা। ১২.৯৯৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। তৃতীয় স্থানে প্রণতির সঙ্গে একসঙ্গে ছিলেন গ্রিসের অ্যাথানেশিয়া মেশিরি। তাঁরও পয়েন্ট ছিল ১২.৯৬৬। এরপর দুই প্রতিদ্বন্দ্বী প্রণতি এবং মেশিরির মধ্যে একটা ভল্টের টাইব্রেকার হয়। যেখানে প্রণতি স্কোর করেন ১৩. ০৬৬। মেশিরির স্কোর ছিল ১৩.০০০। প্রণতি-ই একমাত্র ভারতীয় যিনি শনিবার লড়াইয়ে নেমেছিলেন। কারণ, দীপা কর্মকার আট প্রতিযোগীর ফাইনালে উঠতে পারেননি। সম্প্রতি, ডান কাঁধের লিগামেন্টের চোট সারিয়ে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন প্রণতি। তাঁর এই পারফরম্যান্স নিঃসন্দেহে নতুন করে আশার আলো দেখাচ্ছে ভারতীয়দের।