দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ আগস্ট: নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ‘ইতিহাস’ গড়লেন মেদিনীপুর শহরের পাঁচ প্রতিযোগী। সঞ্জীব দাস, সায়ন দাস, শোভনদেব সাঁতরা, শান্তি দাস ও সুষমা মান্না— এই পাঁচজনই বিভিন্ন বিভাগে প্রথম স্থান অর্জন করে মেদিনীপুর তথা গোটা দেশের নাম উজ্জ্বল করেছেন। গত ১৫ থেকে ১৭ আগস্ট কাঠমান্ডুতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেদিনীপুরকে ‘গর্বিত’ করে বুধবার (২০ আগস্ট)-ই ঘরে ফেরেন স্বর্ণপদক জয়ী মেদিনীপুরের পাঁচ প্রতিযোগী।

এদিন সন্ধ্যায় শহরের রামকৃষ্ণপল্লী এলাকায় অবস্থিত ‘গ্যালাক্সি ফিটনেস’ শরীরচর্চা কেন্দ্রের তরফে পদকজয়ীদের সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, কাউন্সিলর সৌরভ বসু, প্রাক্তন খেলোয়াড় তথা ওই সংস্থার কর্ণধার অসিত মণ্ডল প্রমুখ। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রায় ৩০০ জন প্রতিযোগী অংশ নেন। কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে সাফল্য পেয়ে উচ্ছ্বসিত সঞ্জীব, সায়ন-রা। সঞ্জীব বলেন, “লড়াই খুবই কঠিন ছিল। মনোবল হারাইনি। দেশের জন্য সোনা আনতে পেরে ভীষণ ভালো লাগছে। আমাদের পরবর্তী লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সাফল্য অর্জন করা। যদিও, সেখানে পৌঁছতে গেলে যে অর্থের প্রয়োজন, তা নিয়েই দুশ্চিন্তায় আছি!” মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, “কিছুদিন আগেই মেদিনীপুরকে গর্বিত করেছেন ইংলিশ চ্যানেল বিজয়িনী আফরিন জাবি। এবার, সঞ্জীব, সায়নরাও আমাদের গর্বিত করেছেন। শিক্ষা, সংস্কৃতির সাথেই ক্রীড়া ক্ষেত্রেও মেদিনীপুর প্রভূত উন্নতি করেছে।”