Sports

Midnapore: আবহাওয়ার প্রতিকূলতাকে উপেক্ষা করেই মেদিনীপুর শহরের ৪৬-টি স্কুলের কচিকাঁচাদের নিয়ে সদর আর আর চক্রের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: সরকারি বা সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের দিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। সেই নির্ধারিত সূচি মেনেই গত দু’দিন অর্থাৎ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ও শুক্রবার (১৯ জানুয়ারি) মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠে আয়োজিত হল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর মহকুমার অধীন সদর আর আর চক্রের (Sadar RR Circle) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মূলত জেলা শহর মেদিনীপুরের ৩৯টি প্রাথমিক বিদ্যালয় ও ৭টি শিশু শিক্ষা কেন্দ্র-কে নিয়েই এই সদর আর আর চক্রের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত দু’দিনের আবহাওয়ার প্রতিকূলতাকে উপেক্ষা করেই। মেদিনীপুর কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয়, বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়, মিশন গার্লস প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে এই চক্রের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের (সবমিলিয়ে ৪৬টি) প্রায় পাঁচ শতাধিক পড়ুয়া এই বার্ষিক ক্রীড়ায় অংশ নিয়েছিল বলে সদর RR সার্কেল সূত্রে জানা গেছে।

সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সূচনা:

বৃহস্পতিবার এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয় মেদিনীপুর শহরের কলেজ কলেজিয়েট মাঠে। ঘন কুয়াশা এবং মাঝেমধ্যেই ঝিরঝিরে বৃষ্টিকে উপেক্ষা করে প্রথম দিনের প্রতিযোগিতা সম্পন্ন হয় আয়োজকদের তৎপরতায়। শুক্রবারও তীব্র কুয়াশা বা মেঘলা আবহাওয়া উপেক্ষা করেই প্রতিযোগিতা শেষ হয়। প্রায় পাঁচ শতাধিক পড়ুয়াদের নিয়ে সফলভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সদর আর আর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক (SI/S) কুশাঙ্কুর সামন্ত। উপস্থিত ছিলেন, সরকারী জেলা বিদ্যালয় পরিদর্শক (AI) সৌমেন ঘোষ, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই প্রমুখ। গত দু’দিন ধরে চক্রের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক উদ্যোগ ও প্রচেষ্টায় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন চক্রের অন্যতম শিক্ষক তথা শাসকদলের শিক্ষক সংগঠনের চক্র-সভাপতি গোলাম মোর্তাজা। তবে, প্রতিটি শিক্ষক সংগঠনের সদস্যরাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বলেও তিনি জানিয়েছেন। উল্লেখ্য যে, বিদ্যালয় স্তরে বিজয়ীদেরই এই চক্র ক্রীড়ায় অংশগ্রহণের জন্য পাঠানো হয়েছিল স্কুলগুলির তরফে। এবার, চক্রের বিজয়ীরা অংশ নেবে পরবর্তী পর্যায়ে অর্থাৎ মহকুমা ক্রীড়ায়। জানা গেছে, মেদিনীপুর সদর মহকুমার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগামী ২৫ জানুয়ারি মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে আয়োজিত হবে।

প্রায় পাঁচ শতাধিক পড়ুয়ার অংশগ্রহণ:

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

6 hours ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

6 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago