দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট: জঙ্গল থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত মৃতদেহ! পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার নয়াগ্রাম সংলগ্ন লেঙ্গামারার জঙ্গল থেকে শুক্রবার ওই যুবকের মৃতদেহ উদ্ধার করল কেশিয়াড়ি থানার পুলিশ। যুবকের নাম সুকুমার দাস। বয়স আনুমানিক ৪০। স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ হারানোর কারণে তার পরিবারে আর্থিক অনটন ছিল। এই নিয়ে বাড়িতে ছোটোখাটো অশান্তি লেগেই ছিল। ইদানিং তার শরীরও খুব একটা ভালো ছিলনা! এইসব নানা কারণেই পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার নয়াগ্রামের বাসিন্দা সুকুমার আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক অনুমান সকলের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

thebengalpost.in
যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার পশ্চিম মেদিনীপুরে :

স্থানীয় সূত্রে জানা গেছে, বিবাহিত সুকুমার আগে গাড়ি চালানোর কাজ করত। দুই নাবালক সন্তানের বাবা সে। এদিকে, লকডাউনের সময় থেকে কাজ বন্ধ হয়ে গিয়েছিল। পরিবারে অনটন ছিল। শরীরও ইদানিং ভালো ছিলনা। মানসিক অবসাদের কারণে, মদের নেশাতেও আসক্ত হয়ে পড়েছিল ক্রমশ। বাড়িতে এই নিয়ে প্রায়শই অশান্তি হত। শুক্রবারও তার স্ত্রী ও মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় টাকা-পয়সা নিয়ে। পরে সুকুমারের স্ত্রী চাষের কাজে চলে যায়। সুকুমার প্রত্যেক দিনের মতো এদিনও সাইকেলে করে বাড়ি থেকে বেরিয়ে আসে খাজরার চকে। সেখান থেকেই কিছুটা দূরে লেঙ্গামারা জঙ্গলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়! কাছেই চাবি লাগালো অবস্থায় পাওয়া যায় তার সাইকেলটি। স্থানীয় মানুষজন জঙ্গলে ছাগল চরাতে গিয়ে দেখতে পান গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যাক্তিকে। খবর দেওয়া হয় কেশিয়াড়ি থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরে জানা যাবে বলে জানানো হয়েছে পুলিস প্রশাসনের পক্ষ থেকে।