দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট: সালিশি সভার পর অপমানে আত্মঘাতী হলেন এক মহিলা! ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউস এর অন্তর্গত নতুনপাড়া এলাকায়। বৃহস্পতিবার নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তৃণমূলের স্থানীয় মহিলা কর্মী কাকলি চৌধুরী (৫০)। এলাকাবাসীর অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতি অশোক মুখার্জি নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই ওই মহিলা তৃণমূল কর্মীর বাড়িতে আসা যাওয়া করতেন। তাঁদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল বলে এলাকাবাসীর অভিযোগ। গত ১৪ অগাস্ট ওই মহিলা যখন বাড়িতে ছিলেন না, সেই সময় তাঁর বাড়িতে তাঁর নাবালিকা নাতনিকে একা পেয়ে ওই ব্যক্তি শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এরপর ওই বুথ সভাপতিকে মারধর করেন স্থানীয় বাসিন্দারা।
এরপর, গত মঙ্গলবার একটি সালিশি সভাও হয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও গ্রামবাসীদের নিয়ে। সালিশি সভার পর ওই মহিলার বাড়িতে উত্তেজনার সৃষ্টি হয়! এলাকাবাসী ওই মহিলাকে হুমকি দেয় বলেও অভিযোগ। আর সেই অপমান সহ্য করতে না পেরেই বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই মহিলা তৃণমূল কর্মী! খবর পেয়ে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ। যদিও ব্লক তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এই বিষয়ে, গড়বেতা ৩ নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষের দাবি, স্থানীয় বিজেপি নেতারাকর্মীরা তাদের দলীয় কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মারধোর করে। সেই অপমানেই আত্মহত্যা করেছে ওই মহিলা। অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি সৌমেন তেওয়ারি বলেন, এই ধরনের ঘটনায় তাঁদের কেউ জড়িত নয়। সঠিক তদন্ত হওয়া উচিত। বিষয়টি আইনের হাতেই ছেড়ে দেওয়া উচিত এবং পুলিশ প্রশাসনের নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা উচিৎ।