দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুন: বিজেপি করার অপরাধ! সামাজিক বয়কটের নিদান শাসকদলের তরফে। নিজের জমিতে চাষ করতে দেওয়া হচ্ছে না। ক্ষোভে, অপমানে আত্মহত্যার চেষ্টা করলেন বিজেপি কর্মী! ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের গগনেশ্বর অঞ্চলের করাট এলাকার। অমরেশ দত্ত নামে এক বিজেপি কর্মীকে দীর্ঘদিন ধরে নিজের চাষের জমিতে নাঙ্গল করতে দেওয়া হচ্ছিল না। পরিণামে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন অমরেশ। বর্তমানে, তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

thebengalpost.in
বিজেপি কর্মীর আত্মহত্যার চেষ্টা পশ্চিম মেদিনীপুরে :

স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপি করার অপরাধে কেশিয়াড়ি ব্লকের করাট এলাকার একটি পরিবারকে দীর্ঘদিন ধরে সামাজিক ভাবে বয়কট করে রাখা হয়েছিল। জমিতে নাঙ্গল করতেও দেওয়া হচ্ছিল না। হতাশায়, অপমানে চাষের কাজে ব্যবহৃত কীটনাশক খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। ওই বিজেপি কর্মীর নাম অমরেশ দত্ত। জানা গিয়েছে, এক মাস আগে পারিবারিক এক সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়াতে সালিশি সভায় ডেকে ৮ লক্ষ টাকা জরিমানা এবং বয়কটের নিদান দেন স্থানীয় তৃণমূল কর্মীরা। অভিযোগ গ্রামে সালিশি সভা ডেকে বিচার ব্যবস্থা করা হয়। বারবার বিজেপি ছেড়ে তৃণমূলে আসার চাপ দেওয়াও হচ্ছিল বলে পরিবারের অভিযোগ। এরপর, মঙ্গলবার সকালে তাকে নাঙল করতে বাধা দিলে অপমানে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন! কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানে চিকিৎসাধীন অমরেশ বাবু। যদিও অভিযুক্ত তৃণমূল কর্মীদের বক্তব্য, “তিনি মহিলাগত কারণে বিষপান করেছেন। গ্রামগত কিংবা রাজনীতির কোন যোগ নেই। রাজনৈতিক ভাবে কোন চাপ নেই তার উপর।”

thebengalpost.in
অভিযোগ বিডিও’র কাছে :