দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: বিয়ের পর স্ত্রী ছেড়ে যাওয়ায় ফেসবুকে পোস্ট করে আত্মঘাতী হলেন এক যুবক! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবং থানার উচিতপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন নীলোৎপল মাজি নামে বছর ৩০ এর ওই যুবক। তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার (১১ জুলাই) যুবকের মৃত্যু হয়! গতকাল তার বাবা জয়দেব মাজি সবং থানায় অভিযোগ জানিয়েছেন স্ত্রী ও শ্বশুরবাড়ির নামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উচিতপুর গ্রামের নীলোৎপল মাজি নামে এক যুবকের সঙ্গে গত ৭ আগস্ট ২০২০ সালে বিবাহ হয় শুভশ্রী মাইতি (নাম পরিবর্তিত) নামে এক যুবতীর। বিয়ের পর তিনমাস দু’জনে এক সঙ্গে সংসারও করে। এরপর কর্মসূত্রে নীলোৎপল দু’মাসের জন্য বাইরে চলে যায়। অভিযোগ, এরপর ওই যুবতী ‘অবৈধ’ সম্পর্কে জড়িয়ে পড়ে। গত ১৬ জানুয়ারি সে নীলোৎপলকে ছেড়ে অন্যত্র চলে যায়। পরে, নীলোৎপল জানতে পারে তার স্ত্রী সবংয়ের তেমাথানিতে একটি মেসে ভাড়ায় থাকেন। নীলোৎপল এরপর স্ত্রী’কে পুনরায় বাড়ি ফিরে আসতে অনুরোধ করে, কিন্তু ওই যুবতী নীলোৎপলের সঙ্গে আর থাকতে চায় না এবং তাকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। তবে নীলোৎপল ডিভোর্স দিতে রাজি না হওয়ায় তার নামে বধূ নির্যাতনের মামলা করে তার স্ত্রী। মানসিক ভাবে সম্পূর্ণ ভেঙে পড়লেও, নীলোৎপল শেষ চেষ্টা করতে শ্বশুরবাড়ি’তে যায় গত শুক্রবার (৯ জুলাই)। সেখানেই সকলে তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। তারপরই, শুক্রবার বিকেল নাগাদ নিজের ফেসবুক প্রোফাইলে পুরো ঘটনার বিস্তারিত জানিয়ে বিষ খেয়ে নেয় ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। রবিবার দুপুর নাগাদ নীলোৎপলের মৃত্যু হয়। ফেসবুকে পোস্ট করা সুইসাইড নোটে নীলোৎপল তার মৃত্যুর জন্য তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেদের দায়ী করেছে। পরিবারের লোক ইতিমধ্যেই সবং থানায় অভিযোগ জানিয়েছেন। সবং থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।