দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুলাই: স্নাতকোত্তরে (PG) ভর্তির ক্ষেত্রে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে (Vidyasagar University) ফিরেছে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বা কমন এন্ট্রান্স টেস্ট (CET)। ইতিমধ্যেই শুরু হয়েছে অভিন্ন প্রবেশিকার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া। এবার সেই আবেদনের সময়সীমা বাড়ানো হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। গত ১২ জুলাই থেকে শুরু হয়েছে অনলাইনে ফর্মফিলাপ বা আবেদন প্রক্রিয়া। ঠিক ছিল, ফর্মফিলাপ চলবে ২৬ জুলাই পর্যন্ত। সময়সীমা বাড়ানো হয়েছে। নয়া বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ৫ অগস্ট পর্যন্ত ফর্মফিলাপ বা আবেদন করা যাবে।
প্রসঙ্গত, স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা ফিরছে পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। বছর পাঁচেক পরে ফিরেছে ভর্তির এই পরীক্ষা। এর আগে, ২০১৯ সালে শেষবারের জন্য স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। তারপর থেকে বন্ধই ছিল। মাঝে অতিমারি পরিস্থিতি গিয়েছে। এ বার ফের স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা (কমন এন্ট্রান্স টেস্ট) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য যে, ভর্তির ক্ষেত্রে এবার ৮০- ২০ ফর্মুলা থাকছে। বছর পাঁচেক আগে যখন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া হয়েছিল, তখন ৬০- ৪০ ফর্মুলা ছিল। অর্থাৎ, মোট আসনের মধ্যে ৬০ শতাংশ আসনে ভর্তি হওয়ার সুযোগ পেতেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলির পড়ুয়ারা। বাকি ৪০ শতাংশ আসনে ভর্তি হওয়ার সুযোগ পেতেন অন্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলির পড়ুয়ারা। এ বারে ৮০- ২০ সংরক্ষণ থাকছে। অর্থাৎ, মোট আসনের মধ্যে ৮০ শতাংশ আসনে ভর্তি হওয়ার সুযোগ থাকছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলির পড়ুয়াদের। বাকি ২০ শতাংশ আসনে ভর্তি হওয়ার সুযোগ থাকছে অন্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলির পড়ুয়াদের।
আগেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে। সেই মতো ফর্মফিলাপও শুরু হয়েছে। ১২ জুলাই থেকে শুরু হয়েছে অনলাইনে ফর্মফিলাপ। ঠিক ছিল, ফর্মফিলাপ চলবে ২৬ জুলাই পর্যন্ত। সময়সীমা বাড়ানো হয়েছে। নয়া বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ৫ অগস্ট পর্যন্ত ফর্মফিলাপ করা যাবে। বিভিন্ন মহল থেকে এই বিষয়ে আবেদন জানানোর পরই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক মানছেন, ‘‘আগামী ৫ অগস্ট অবধি ফর্মফিলাপ চলবে।’’ এরপর পরীক্ষায় বসতে ইচ্ছুক আবেদনকারীদের নামের তালিকা প্রকাশিত হবে। কবে এই তালিকা প্রকাশিত হবে, সেটা পরে জানানো হবে। বিজ্ঞপ্তি দেবে বিশ্ববিদ্যালয়। কমন এন্ট্রাস টেস্ট অর্থাৎ অভিন্ন প্রবেশিকা পরীক্ষা কবে নেওয়া হবে, সেটাও পরে জানানো হবে। পরীক্ষার আগে যথারীতি আবেদনকারীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে।