Vidyasagar University

Vidyasagar University: ক্যান্সারের ওষুধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সিন্দুরীর ‘বিক্সিন’ যৌগ! যুগান্তকারী গবেষণা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২ ডিসেম্বর: বাংলার বিভিন্ন প্রান্তেই দেখা যায় এই ভেষজ উদ্ভিদ তথা গুল্ম প্রজাতির গাছ। এর বীজ থেকে প্রাপ্ত রং সিঁদুরের মতো বলেই এই গাছের নাম ‘সিন্দুরী’ (Sinduri Plant/ Achiote) বলে মত বিজ্ঞানীদের। এর বিজ্ঞানসম্মত নাম- বিক্সা অরেলানা (Bixa orellana)। প্রাচীন কাল থেকেই সিন্দুরী ফলের বীজ থেকে প্রাপ্ত প্রাকৃতিক লাল রং মিষ্টান্ন তৈরি এবং কাপড় রং করার কাজে ব্যবহৃত হয়ে আসছে। আয়ুর্বেদ শাস্ত্রেও সিন্দুরীর বহুল ব্যবহার রয়েছে। সিন্দুরী থেকে নানা আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় বলেও জানা যায়। তবে, অতি সম্প্রতি এই সিন্দুরী বা বিক্সা অরেলানা (Bixa orellana) থেকে প্রাপ্ত বিক্সিন (Bixin) যৌগ ক্যান্সারের মতো মারণ রোগের অ্যালোপেথিক ওষুধ (Allopathic medicine) তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বলে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) রসায়ন বিভাগের একদল বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে।

সিন্দুরী ফল:

সিন্দুরীর বীজ:

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) রসায়ন বিভাগের বরিষ্ঠ অধ্যাপক ড. ব্রজগোপাল বাগ (Prof. Braja Gopal Bag)-র নেতৃত্বেই এই গবেষণা হয়। প্রফেসর ড. বাগ’কে এই গবেষণায় সাহায্য করেন তাঁর দুই স্কলার (গবেষক) সৌমেন পাত্র এবং সুখেন্দু কর। তাঁদের সেই গবেষণা বা রিসার্চ (Research) পৃথিবী-বিখ্যাত ‘কেমিস্ট্রি অ্যান এশিয়ান জার্নাল’ (Chemistry- An Asian Journal)-এও প্রকাশিত হয়েছে অতি সম্প্রতি। প্রফেসর বাগ বলেন, “সিন্দুরী আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে ভালোই জন্মায়। সাধারণত মিষ্টান্ন শিল্প এবং কাপড় রং করার ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে। এই রং সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন বলে এই সিন্দুরীর অন্যান্য ব্যবহারের বিষয়ে উৎসাহিত হই বছর তিন-চারেক আগে।” ড. বাগ এও জানান, “সিন্দুরী বা বিক্সা অরেলেনা’র বীজ থেকে বিক্সিন (Bixin) নামক একটি যৌগ পাওয়া গিয়েছে, যা জলীয় দ্রবণে ছোটো ছোট ‘Microsized Vesicle’ (ছোট ছোট গহ্বর বা কোষ গহ্বর) তৈরী করতে পারে। এই ভেসিকলগুলি যে কোনো ড্রাগ বা ওষুধ গ্রহণ (entrap) গ্রহণ বা শোষণ করে, তা উপযুক্ত জায়াগায় পৌঁছে দিতে পারে বা মুক্ত করতে পারে (Drug Delivery)। সম্পূর্ণ প্রাকৃতিক বা পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই বিক্সিন যৌগ ক্যান্সারের মত মারণ রোগের ওষুধ পরিবহনের ক্ষেত্রে বা অ্যান্টি ক্যান্সার ড্রাগ ডেলিভারি (Drug Delivery)-র ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমরা গবেষণায় লক্ষ্য করেছি।”

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা:

বিজ্ঞাপন (Advertisement):

ড. বাগের নেতৃত্বাধীন গবেষকদলের এই গবেষণাটি ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছে আন্তর্জাতিক গবেষণা ক্ষেত্রে। গবেষণাগারে এই বিষয়ে নিশ্চিত হওয়ার পরই বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে এই বিষয়টি তুলে ধরেছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞানী প্রফেসর ব্রজগোপাল বাগ। আর তারপরই রসায়ন বিজ্ঞানের ক্ষেত্রে মর্যাদাপূর্ণ ‘কেমিস্ট্রি অ্যান এশিয়ান জার্নাল’ (Chemistry- An Asian Journal)-এ এই গবেষণার বিষয়টি সবিস্তারে প্রকাশিত হয়েছে অতি সম্প্রতি। ফলে ক্যান্সারের মতো মারণ রোগের মোকাবিলায় এই আবিষ্কার নিঃসন্দেহে যুগান্তকারী বলে মত বিজ্ঞানীদের। অধ্যাপক বাগ বলেন, “এই যৌগ প্রাকৃতিক, সহজলভ্য এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন হওয়ায়, ক্যান্সারের ওষুধ তৈরির ক্ষেত্রে এই বিক্সিন যৌগ যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে, তা বলাই বাহুল্য।” এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, প্রায় ২৪ বছর ধরে (২০০০ সাল থেকে) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে (Vidyasagar University) সাফল্যের সাথে অধ্যাপনা ও গবেষণা চালিয়ে যাওয়ার সাথে সাথেই নানা গুরুত্বপূর্ণ আবিষ্কারের মধ্য দিয়ে নিজের ও বিশ্ববিদ্যালয়ের নাম বিশ্বের দরবারে উজ্জ্বল করেছেন অধ্যাপক বাগ। বেশ কিছু বছর আগে অর্জুন গাছের ছাল থেকে প্রাপ্ত অর্জুনোলিক অ্যাসিড (arjunolic acid) নিয়েও যুগান্তকারী গবেষণা করেছেন তিনি। তাঁর সেই গবেষণা রসায়ন বিজ্ঞানের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ জার্নাল IUPAC (International Union of Pure and Applied Chemistry)-তেও জায়গা করে নিয়েছে।

ড. ব্রজগোপাল বাগ (Braja Gopal Bag):

আবেদন:

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago