Vidyasagar University

Vidyasagar University: AI থেকে ডেটা সায়েন্স কিংবা চিকিৎসা বিজ্ঞানেও ফলিত গণিতের ব্যবহার! দেশ-বিদেশের বিজ্ঞানীরা আলোচনা করলেন VU-র আন্তর্জাতিক সম্মেলনে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: ফলিত গণিত (Applied MathemaMathematics) ও তার ব্যবহারিক প্রয়োগের উপর দু’দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন (International Conference) অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে (Vidyasagar University)। গত ২৭ ও ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের ঋষি রাজনারায়ণ বোস সভাগৃহে এই আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। যেখানে অংশগ্রহণ করেন দেশ-বিদেশের বিজ্ঞানী তথা গণিতজ্ঞরা (Mathematician)। সাম্প্রতিক সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (Artifical Intelligence)-র উপর ফলিত গণিতের প্রয়োগ কিভাবে হয়, আলোচনাসভায় তুলে ধরেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স প্রভৃতি বিষয় নিয়েও আলোচনা হয়। এছাড়াও, লাইফ সায়েন্স (জীবন বিজ্ঞান) ও মেডিক্যাল সায়েন্সেও (চিকিৎসা বিজ্ঞানে) ফলিত গণিতের ব্যবহার নিয়ে আলোচনা হয় দু’দিন ধরে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কনফারেন্সে:

গত বৃহস্পতিবার (২৭ জুন) এই আন্তর্জাতিক সম্মেলনের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী। দু’দিন ব্যাপী আয়োজিত এই সম্মেলনে অনলাইন ও অফলাইন মোড (মিশ্রিতভাবে) প্রায় ১৮০ জন গণিতজ্ঞ অংশগ্রহণ করেন এবং ১৫০ জন গবেষক, অধ্যাপক-অধ্যাপিকারা তাঁদের গবেষণা পত্র পাঠ করেন বলে জানিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত (Applied Mathematics) বিভাগের প্রধান (HOD) অধ্যাপক মধুমঙ্গল পাল। আন্তর্জাতিক এই আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘পদ্মশ্রী’ ও ‘ভাটনগর পুরস্কার’ প্রাপ্ত স্বনামধন্য অধ্যাপক তথা আইএসআই (ISI), কলকাতার প্রাক্তন ডিরেক্টর অধ্যাপক শঙ্কর পাল। এছাড়াও, দু’দিনের এই সম্মেলনে অংশগ্রহণ করেন ব্রাজিলের রিও ডি জেনেরিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নেলসন ম্যাকুলান, মেক্সিকোর তিজুনিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক অস্কার কেস্তিলো, মালেয়াশিয়া থেকে অধ্যাপক লাজিম আব্দুল্লাহ, পোল্যান্ডের পোজনান ইউনিভার্সিটি অফ টেকনোলজির অধ্যাপক গেহার্ড ওয়েবার, বাংলাদেশ থেকে অধ্যাপক নুর আলী প্রমুখ। এছাড়াও, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, দিল্লী থেকে প্রখ্যাত গণিতজ্ঞরা প্রাসঙ্গিক বিষয়ে মূল্যবান বক্তব্য দিয়ে বিষয়বস্তুতে গভীর আলোকপাত করেছেন।

বিজ্ঞানী ও গণিতজ্ঞ অধ্যাপক পাল বলেন, “আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আট জন অধ্যাপকের সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করেছে। তিনি এও জানান, বিজ্ঞান বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক দেবীদাস ঘোষ সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আধিকারিক, পড়ুয়া ও গবেষকদের উপস্থিতিতে এই সম্মেলনকে সমৃদ্ধ করেছে। এই আন্তর্জাতিক সম্মেলনের প্রোগ্রাম চেয়ার অধ্যাপক শংকর কুমার রায়, ভাইস চেয়ারম্যান অধ্যাপক দিলীপ কুমার মাইতি, অধ্যাপক শ্যামল কুমার মন্ডল, ড. রঘুনন্দন গিরি, ড. গণেশ ঘোড়াই, ড. কৃষ্ণেন্দু বর্মন সহ বিভাগীয় কর্মী আশাবুল খান ও নন্দন মন্ডল এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের আধিকারিক ও শিক্ষাকর্মীদের নিরলস প্রচেষ্টায় এই সম্মেলন সার্বিকভাবে সফল হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পড়ুয়া ও গবেষকরা:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago