দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ মে: অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গতকাল অর্থাৎ মঙ্গলবার (৩০ এপ্রিল) পশ্চিম মেদিনীপুরে জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪৭.১৩ ডিগ্রিতে। মঙ্গলবার বেলা ২টো ৪৫ নাগাদ এই তাপমাত্রা রেকর্ড করেছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ (Meteorological Park, Vidyasagar University)। গতকাল জেলার গড় তাপমাত্রা ছিল ৩৬.৩৭ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে, গতকাল সন্ধ্যার দিকে পশ্চিম মেদিনীপুর জেলার মকরামপুর, কেশিয়াড়ি ও সংলগ্ন কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টি হয়েছিল পূর্ব মেদিনীপুরের মহিষাদল সহ কিছু এলাকাতেও। পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনাতে আজ (বুধবার)-ও সন্ধ্যার পর বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দু’এক পশলা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকাতেও।

thebengalpost.net
দাবদাহের কারণে পরীক্ষা স্থগিত:

অন্যদিকে, গতকালের তুলনায় আজ (১ মে) পশ্চিম মেদিনীপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় নামল প্রায় আড়াই ডিগ্রি! বুধবার বিকেল চারটা নাগাদ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, আজ জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৭৭ ডিগ্রি সেলসিয়াস। বেলা ১টা নাগাদ এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আবহাওয়া বিভাগের তরফে। যদিও, আজও পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর।

এর মধ্যেই, বুধবার (১ মে) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে চলতি সপ্তাহের জন্য কলেজ-স্তরের সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোর ২, ৩ এবং ৪ মে (বৃহস্পতিবার-শনিবার)-র পরীক্ষাগুলি আপাতত স্থগিত রাখা হচ্ছে। পরীক্ষার পরবর্তী দিন ঘোষণা করা হবে ৬ মে বা তারপর। তবে, ৬ মে (সোমবার) যে পরীক্ষাগুলি রয়েছে, সেগুলি যথারীতি নেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মূলত স্নাতক বা আন্ডার গ্র্যাজুয়েটের প্রথম সেমিস্টারের বিভিন্ন পরীক্ষা ও B.Ed, B.P.Ed-ঋর বিভিন্ন পরীক্ষা চলতি সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। অপরদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ ও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, শনিবার থেকেই পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহল ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে। রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গেই।

thebengalpost.net
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি: