বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University):
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ অক্টোবর: উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে ইন্টারভিউর মাধ্যমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে (Vidyasagar University) অতিথি শিক্ষক হওয়ার সুযোগ! সাঁওতালি ভাষায় সাবলীল হলেই মিলবে এই সুযোগ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে ওই প্রার্থীদের অতিথি শিক্ষক হিসাবে নিয়োগ করা হবে। নিযুক্তদের রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন বিভাগে কাজ করতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েই ইন্টারভিউ হবে আগামী ৩১ অক্টোবর (মঙ্গলবার), বেলা সাড়ে ১২টা নাগাদ। সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র প্রভৃতি নিয়ে উপযুক্ত প্রার্থীদের ওই দিন সশরীরে উপস্থিত থাকতে হবে।
রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন বিষয়ে পিএইচডি করেছেন, এমন প্রার্থীদের নিয়োগ করা হবে। তাঁদের সাঁওতালি মাধ্যমে (অলচিকি লিপি) পড়তে এবং লিখতে পারার দক্ষতা থাকা প্রয়োজন। স্নাতকোত্তর প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে, সেক্ষেত্রে স্নাতকোত্তরে ৫৫ শতাংশের বেশি নম্বর থাকা বাঞ্ছনীয়। এ ছাড়াও, আবেদনকারীদের ইউজিসি/ সিএসআইআর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (বা, NET/নেট), স্টেট এলিজিবিলিটি টেস্ট (বা, SET/সেট)-এর মতো সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের তরফে পিএইচডি প্রাপ্ত প্রার্থীদের অন্তত দু’টি গবেষণাপত্র প্রকাশিত হওয়া আবশ্যক। বিস্তারিত জেনে নেওয়ার জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.vidyasagar.ac.in) দেখা প্রয়োজন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…