Viral

Shrikanta: “জুন মিমি নুসরত সায়ন্তিকা যারা লুটেপুটে খায়, তারা যদি সম্পদ হয়, তাহলে তো পার্টি করা যাবেনা!” গাছতলায় বসে বিস্ফোরণ শ্রীকান্ত’র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট:”এইখানে যদি জুন মালিয়া সায়নী সায়ন্তিকা মিমি ঝিমি নুসরাত মুসরাত…নেপাল সিংহ সন্দীপ সিংহ উত্তরা সিংহ যারা লুটেপুটে খায়, তারা দলের সম্পদ হয়, তাহলে তো পার্টি করা যাবেনা!” সম্প্রতি দলীয় কিছু অনুগামীদের নিয়ে ঘরোয়া বৈঠকে এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন শালবনীর বিধায়ক তথা ক্রেতা, সুরক্ষা ও উপভোক্তা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত। সঙ্গে তিনি এও জুড়েছেন, “মমতা, অভিষেক, সুব্রত বক্সীকেও জানিয়ে লাভ হয়নি। দল খারাপ লোককেই ভালো বলছে, আর ভালোকে খারাপ। এটা তো ঠিক নয়। ভালোকে ভালো বলতে হবে, আর খারাপকে খারাপ!” আর, বিস্ফোরক এইসব মন্তব্যের ভিডিও ভাইরাল হয়ে পৌঁছে যায় দলের শীর্ষ নেতৃত্বের কাছে। তারপরই স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁকে শনিবার বিকেলে শোকজ নোটিশ ধরিয়েছেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি। এই মুহূর্তে শ্রীকান্ত মাহাত’র ওই ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর তথা সারা রাজ্য জুড়েই।

গাছতলায় বসে বিস্ফোরণ শ্রীকান্ত মাহাত’র:

সূত্রের খবর অনুযায়ী, নিজের শালবনীর (চকতারিনী’তে) বাড়ির সামনে বসে শুক্রবার (২৬ আগস্ট) তিনি এইসব মন্তব্য করেছেন। ওইদিন-ই নাকি তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে অবৈধভাবে শালবনীর দক্ষিণশোল মৌজায় জমি দখল করার অভিযোগে বিক্ষোভ-পথ অবরোধ হয়েছিল ওই এলাকায়। পরে পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপরই, নিজের বাড়ির সামনে একটি গাছতলায় বসে দলীয় কয়েকজন অনুগামীদের নিয়ে ঘরোয়া বৈঠকে তিনি দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন! সেই তালিকায় একদিকে যেমন আছেন, মেদিনীপুরের বিধায়ক ও রাজ্য সম্পাদক জুন মালিয়া তেমনই আছেন দলের যুব সভানেত্রী সায়নী ঘোষ, রাজ্য সম্পাদক সায়ন্তিকা চট্টোপাধ্যায়, দুই সাংসদ মিমি-নুসরত থেকে গড়বেতার বিধায়ক ও জেলা সভাধিপতি উত্তরা সিংহ হাজরা; ঠিক তেমনই আছেন শালবনী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ ও দলের জেলা যুব তৃণমূল সভাপতি ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ-ও। এরপরই এই ভিডিও ভাইরাল হতে হতে পৌঁছে যায়, দলের শীর্ষ নেতৃত্বের কাছে! তারপরই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। শোকজ করার কথা স্বীকার করেছেন দলের জেলা কো-অর্ডিনেটর ও বিধায়ক অজিত মাইতি। তাঁর মতে, “তৃণমূল শৃঙ্খলাবদ্ধ দল। এখানে মন্ত্রী থেকে কর্মী সবার গুরুত্ব সমান। তাই দলের অনেক পুরানো কর্মী হলেও, শ্রীকান্ত মাহাত’কে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে শীর্ষ নেতৃত্বের নির্দেশে।” তবে, ফোন ধরেননি শ্রীকান্ত মাহাত। মুখে কুলুপ এঁটেছেন তাঁর অনুগামীরাও। তবে, ঘনিষ্ঠ মহলে তাঁরা নাকি বলছেন, “দাদা তো ভুল কিছু বলেননি! শুধু ভিডিও-টা ভাইরাল হয়েই সমস্যা হল!” দলের মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “কথাবার্তা বলার সময় ভেবেচিন্তে বলা উচিত। দলকে অস্বস্তিতে ফেলার মতো কাজকর্ম করলে, দল তো ব্যবস্থা নেবেই!” সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যে দলীয় নেতৃত্বের কাছে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত।(দেখুন সেই ভাইরাল ভিডিও, যার সত্যতা অবশ্য যাচাই করেনি বেঙ্গল পোস্ট:)

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago