National

Noida Twin Towers: মাত্র ৯ সেকেন্ডেই ধূলিসাৎ ৪০ তলা ‘টুইন টাওয়ার!’ দেখুন সেই মুহূর্তের ভিডিও

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২৮ আগস্ট: ৭০ কোটি টাকা খরচ হয়েছিল। কুতুবমিনারের থেকেও উঁচু ৪০ তলা (১০০ মিটার) সেই ‘টুইন টাওয়ার’ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল মাত্র ৯ সেকেন্ডে! ৩৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হলো, নয়ডার এই জোড়া অট্টালিকা ভাঙতে। সুপ্রিম কোর্টের নির্দেশে রবিবার নয়ডার সুপারটেক টুইন টাওয়ার (Noida Supertech Twin Towers) ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় দুপুর আড়াইটা নাগাদ। উল্লেখ্য যে, প্রয়োজনীয় অনুমতি না নিয়েই, আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ২০১৩ সালে এই টুইন টাওয়ার তৈরির কাজ শুরু করেছিল প্রস্তুতকারী সংস্থা। যার ফলে প্রতিবাদ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এমনকি, একটা সময়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। এরপর, প্রায় ৯ বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রবিবার দুপুর ২.৩০ টে নাগাদ ভেঙে ফেলা হলো এই জোড়া ইমারত। আর তাতে সময় লাগল মাত্র ৯ সেকেন্ড! (নিচে দেখুন ধূলিসাৎ হয়ে যাওয়ার সেই ভিডিও)

ইতিমধ্যেই, এই সংক্রান্ত ভিডিও সামনে এসেছে। যেখানে চোখের নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখা গিয়েছে কুতুব মিনারের চেয়েও লম্বা এই যমজ টাওয়ার দুটিকে। আর এভাবেই এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল গোটা দেশ। এদিকে, এই টাওয়ারগুলির ধ্বংসাবশেষের ধুলো থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দাদের দুপুর আড়াইটা থেকে  মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি পরামর্শও জারি করা হয়েছে। এছাড়াও, স্থানীয় এলাকাবাসীকে আপাতত বাড়ির দরজা-জানলা কিছুক্ষণ বন্ধ রাখতে বলা হয়েছে। জানা গিয়েছে, এই টাওয়ারগুলির ধ্বংসের কারণে প্রায় ৮০ হাজার টন ধ্বংসাবশেষ তৈরি হয়েছে। যেগুলি পুরোপুরি সরাতে অন্তত তিন মাস সময় লাগবে। পাশাপাশি, ওই বিপুল ধ্বংসস্তূপ থেকে তৈরি হওয়া ধুলোর চাদর সরতে অন্তত একদিন সময় লাগবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।

টুইন টাওয়ার ধ্বংসের মুহূর্ত (ছবি সৌজন্যে ANI) :

টুইন টাওয়ার ধ্বংসের জন্য ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়। পাশাপাশি, প্রায় ৫০০ জন পুলিশকর্মীর নিরাপত্তায় পুরো ঘটনাটি সম্পন্ন করা হয়েছে। রবিবার সকাল ৭ টার মধ্যেই এমেরাল্ড কোর্টের প্রায় পাঁচ হাজার বাসিন্দা এবং সেক্টর 93A-এর পার্শ্ববর্তী ATS ভিলেজ সোসাইটিগুলিকে তাদের জায়গা খালি করতে বলা হয়েছিল। এই জোড়া বহুতলের একটির নাম ছিল- অ্যাপেক্স। যার উচ্চতা ছিল ১০০ মিটার। অন্যটির নাম ছিল- সিয়ানে। এটির উচ্চতা ছিল ৯৭ মিটার। অর্থাৎ, এই যমজ টাওয়ার কুতুব মিনারের চেয়েও লম্বা ছিল। উল্লেখ্য যে, টুইন টাওয়ারের সবচেয়ে কাছের বিল্ডিংগুলি হল এমারল্ড কোর্ট সোসাইটির Aster 2 এবং Aster 3। তাই, অন্যান্য ভবনগুলির যাতে কোনোরকম ক্ষতি না হয় সেই দিকটিকে মাথায় রেখেই ভেঙে ফেলা হলো এই দুই টাওয়ার।

ধূলিসাৎ হয়ে যাওয়ার পর (ছবি সৌজন্যে- ANI) :

সেই টুইন টাওয়ার (ছবি সৌজন্যে ANI) :

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

6 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

6 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

7 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

2 weeks ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago