দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ মার্চ: আবহাওয়া দপ্তরের আশঙ্কাই সত্যি হল! আজ, ৩০ মার্চ (শনিবার) পশ্চিম মেদিনীপুর জেলার ‘সর্বোচ্চ তাপমাত্রা’ (Max. Temperature) ছুঁয়ে ফেললো প্রায় ৪০ ডিগ্রি। শনিবার সন্ধ্যায় জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের (Meteorological Park, Vidyasagar University) তরফে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, শনিবার মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ (বা, সর্বাধিক) তাপমাত্রা ছিল ৩৯.৫৫ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ছিল ৩২.২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে (বায়ুমণ্ডলে) আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৬.৬ শতাংশ এবং গড় পরিমাণ ছিল ৭৪.৫২ শতাংশ। ফলে মার্চের শেষেই রীতিমত হাঁসফাঁস অবস্থা মেদিনীপুর সহ জঙ্গলমহলবাসীর! এল নিনোর দাপটে আগামী এপ্রিল-মে’তে অবস্থা আরও ভয়াবহ হতে পারে বলেও আবহাওয়া বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন।

thebengalpost.net
জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিজ্ঞপ্তি:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

উল্লেখ্য যে, আবহাওয়া দপ্তরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছিল- পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মার্চের শেষেই ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ। পূর্বাভাস একশো শতাংশ মিলিয়ে দিয়ে প্রায় ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেললো পশ্চিম মেদিনীপুর! এদিকে, শনিবার বিকেলেই পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের (District Primary School Council) তরফে জানিয়ে দেওয়া হয়েছে, জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি আগামী ১ এপ্রিল অর্থাৎ সোমবার থেকেই মর্নিং সেশন বা প্রাতঃ বিভাগে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত (সোম-শুক্র) স্কুল হবে। শনিবার সাড়ে ৯টায় বিদ্যালয় ছুটি হবে। এই সময়ের মধ্যেই মিড-ডে মিলও পরিবেশন করতে হবে শিশু শিক্ষার্থীদের। গরমের ছুটির পরও, আগামী ২৯ জুন পর্যন্ত মর্নিং সেশনেই জেলার প্রাথমিক স্কুলগুলি পরিচালিত হবে সংসদের নির্দেশিকা অনুযায়ী। অন্যদিকে, বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে জানানো হয়েছে, সকাল সাড়ে ৬টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত (সোম-শুক্র) মর্নিং সেশনের স্কুল হবে। জঙ্গলমহলের দুই জেলার এই সময়ের ফারাক নিয়ে ইতিমধ্যেই ‘বিতর্ক’ তৈরী হয়েছে।

এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, চলতি মরসুমে মার্চের শেষ থেকে মে মাস পর্যন্ত গরম মারাত্মক হারে বাড়ার ইঙ্গিত আগেই দিয়েছিলেন IMD-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র। চলতি মরসুমে ‘ভিলেন’ হিসেবে এল নিনো দাপট দেখাবে বলেও আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে এপ্রিল থেকেই হিট ওয়েভ বা লু’র বইবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। জঙ্গলমহল বা পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা এবার ৪৫ ডিগ্রি অতিক্রম করে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এর মধ্যেই, ৩১ মার্চ অর্থাৎ রবিবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

thebengalpost.net
প্রাথমিক স্কুল হবে মর্নিং সেশনে: