দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও মেদিনীপুর, ১০ জুন: জল্পনার অবসান ঘটিয়ে শনিবারই (১২ ই জুন) বঙ্গে প্রবেশ করছে বর্ষা। তার আগে, আজ বৃহস্পতিবার (১০ জুন) থেকে রবিবার পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ। শনিবার ও রবিবার উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস! মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে বঙ্গ দখল করবে বর্ষা। আপাততো, পূর্ব-মধ্য এবং পার্শ্ববর্তী বঙ্গোসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবে আগামিকালের মধ্যে উত্তর বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হতে পারে। যা পশ্চিম ও উত্তর-পশ্চিমে অগ্রসর হবে। সেই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তার প্রভাবে বাংলায় ক্রমশ বাড়বে বৃষ্টির মাত্রা। সেই পরিস্থিতিতে শুক্রবার সকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা সমুদ্রে আছেন, তাঁদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ফিরে আসার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে মহারাষ্ট্র, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, গুজরাত, মধ্যপ্রদেশ এবং পূর্ব উত্তরপ্রদেশের বাকি অংশেও বিস্তারিত হয়ে যাবে বর্ষার শাখা-প্রশাখা।

thebengalpost.in
বঙ্গে প্রবেশ করছে বর্ষা :

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী (৭০ থেকে ১১০ মিলিমিটার) বৃষ্টিপাত হতে চলেছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, দুই বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইবে ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে বৃষ্টির দাপট ক্রমশ বাড়বে। শুক্রবার ও শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এনং নদীয়ায় ভারী থেকে অতি ভারী (৭০ থেকে ১১০ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার হাওড়া এবং কলকাতায় বৃষ্টির মাত্রা বাড়বে। অপরদিকে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।