দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৪ এপ্রিল: বৈশাখের প্রথম দিন। ‘কবিগুরু’-কে স্মরণ করে দিনভর বঙ্গবাসী প্রার্থনা করেছেন- “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা!” আর, প্রকৃতিও যেন বাস্তবেই বঙ্গবাসীর এই প্রার্থনা শুনে ফেলেছেন! ১লা বৈশাখে (১৪ এপ্রিল) দিনভর আগুনের তাপে পুড়েছেন মেদিনীপুর সহ জঙ্গলমহলবাসী। রবিবার সন্ধ্যায় জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) আবহাওয়া বিভাগ (Meteorological Park) সূত্রে জানা গেল, রবিবার মেদিনীপুর শহর তথা সংলগ্ন এলাকাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.২২ (40.22) ডিগ্রি সেলসিয়াস! আর, গড় তাপমাত্রা ছিল ৩১.৭৮ (31.78) ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৩.৩ শতাংশ। গড় পরিমাণ ছিল ৫৮.৬৬ শতাংশ। তুলনামূলকভাবে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কম থাকার কারণেই যে আজ (১৪ এপ্রিল) অস্বস্তিকর গরম থেকে সামান্য মুক্তি মিলেছিল, তা একপ্রকার নিশ্চিত।

thebengalpost.net
গরম থেকে মুক্তির খোঁজে:

তবে, রবিবার বিকেলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যে ‘সতর্কবার্তা’ দেওয়া হয়েছে, তাতে আগামী কয়েক দিন যে তীব্র গরম সহ আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হবে জঙ্গলমহল সহ বঙ্গবাসীকে তা বলাই বাহুল্য! আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। একইসঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তাপমাত্রার পাশাপাশি বাড়বে আর্দ্রতাও। তাই, বৈশাখের প্রথম সপ্তাহে অস্বস্তিকর গরম থাকবে রাজ্যের দক্ষিণের জেলাাগুলিতে। একইসঙ্গে, মঙ্গলবার থেকে দুই মেদিনীপুরে তাপপ্রবাহের হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলেও সতর্কতা জারি করা হয়েছে। তবে, বিকেলের পর কালবৈশাখী বা ঝড়-বৃষ্টি হলে সাময়িক রেহাই মিলতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে।