Weather Update

Weather Midnapore: ঘূর্ণাবর্ত আর অক্ষরেখার জোড়া ফলায় বৃষ্টি-দুর্যোগ দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে! চলবে শনিবার অবধি, সাবধান থাকুন বজ্রপাত থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৪ আগস্ট:জোড়া ফলায় বিদ্ধ হয়ে শরতের শুরুতেই বৃষ্টিতে ভাসছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিস্তীর্ণ দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ড হয়ে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে। এর ফলেই, আজ, বুধবার, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারি বৃষ্টিপাত চলবে। আগামিকালও (২৫ আগস্ট, বৃহস্পতিবার) দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ভালোই থাকবে। বুধবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) সম্ভাবনা আছে। বৃহস্পতিবার থেকে কয়েকটি জেলায় বৃষ্টির মাত্রা কমবে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার একটি বা দুটি জায়গায় ভারী বর্ষণ হতে পারে। পূর্ব মেদিনীপুর সহ বাকি জেলাগুলিতে মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে, সতর্ক করা হয়েছে প্রশাসন ও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।

অঝোর ধারায় বৃষ্টি চলছে মেদিনীপুর শহরে (নিজস্ব চিত্র):

তবে, উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই শনিবার পর্যন্ত কম-বেশি বৃষ্টিপাত চলবে বঙ্গোপসাগরের উপর বিস্তৃত মৌসুমী অক্ষরেখার জন্য। বুধবার সকালের দিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও আছে। উল্লেখ্য যে, বুধবার সকাল থেকেই মেদিনীপুর, খড়্গপুর, ডেবরা, সবং, পিংলা, শালবনী, গড়বেতা সহ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অঝোর ধারায় বৃষ্টি চলছে। ঘাটাল, সবং সহ নিচু এলাকাগুলিতে ইতিমধ্যে জল যন্ত্রণা দেখা দিয়েছে। শহর মেদিনীপুর ও খড়্গপুরের বিভিন্ন এলাকাতেও জল জমতে শুরু করেছে। আগামীকাল দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে ধীরে ধীরে। শনি-রবিবার থেকে দুর্যোগ পুরোপুরি কাটতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে, বর্ষার শুরুতে বৃষ্টির অভাব দেখা দিলেও; বর্ষার শেষ আর শরতের শুরুতে একের পর এক নিম্নচাপের ভেলায় ভেসে বৃষ্টির অভাব পূরণ হতে চলেছে জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গে।

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago