Weather Update

Weather Midnapore: ঘূর্ণাবর্ত আর অক্ষরেখার জোড়া ফলায় বৃষ্টি-দুর্যোগ দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে! চলবে শনিবার অবধি, সাবধান থাকুন বজ্রপাত থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৪ আগস্ট:জোড়া ফলায় বিদ্ধ হয়ে শরতের শুরুতেই বৃষ্টিতে ভাসছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিস্তীর্ণ দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ড হয়ে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে। এর ফলেই, আজ, বুধবার, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারি বৃষ্টিপাত চলবে। আগামিকালও (২৫ আগস্ট, বৃহস্পতিবার) দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ভালোই থাকবে। বুধবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) সম্ভাবনা আছে। বৃহস্পতিবার থেকে কয়েকটি জেলায় বৃষ্টির মাত্রা কমবে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার একটি বা দুটি জায়গায় ভারী বর্ষণ হতে পারে। পূর্ব মেদিনীপুর সহ বাকি জেলাগুলিতে মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে, সতর্ক করা হয়েছে প্রশাসন ও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।

অঝোর ধারায় বৃষ্টি চলছে মেদিনীপুর শহরে (নিজস্ব চিত্র):

তবে, উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই শনিবার পর্যন্ত কম-বেশি বৃষ্টিপাত চলবে বঙ্গোপসাগরের উপর বিস্তৃত মৌসুমী অক্ষরেখার জন্য। বুধবার সকালের দিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও আছে। উল্লেখ্য যে, বুধবার সকাল থেকেই মেদিনীপুর, খড়্গপুর, ডেবরা, সবং, পিংলা, শালবনী, গড়বেতা সহ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অঝোর ধারায় বৃষ্টি চলছে। ঘাটাল, সবং সহ নিচু এলাকাগুলিতে ইতিমধ্যে জল যন্ত্রণা দেখা দিয়েছে। শহর মেদিনীপুর ও খড়্গপুরের বিভিন্ন এলাকাতেও জল জমতে শুরু করেছে। আগামীকাল দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে ধীরে ধীরে। শনি-রবিবার থেকে দুর্যোগ পুরোপুরি কাটতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে, বর্ষার শুরুতে বৃষ্টির অভাব দেখা দিলেও; বর্ষার শেষ আর শরতের শুরুতে একের পর এক নিম্নচাপের ভেলায় ভেসে বৃষ্টির অভাব পূরণ হতে চলেছে জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গে।

News Desk

Recent Posts

Medinipur: একে একে ছেড়ে গেছেন বাবা-মা, মানুষ করেছেন দাদু-দিদা; উচ্চ মাধ্যমিকে জেলায় মেয়েদের মধ্যে প্রথম সেই ‘লড়াকু’ রিয়াই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: "দাদু বেঁচে থাকলে খুব খুশি হতেন...!" চোখে…

9 hours ago

Midnapore: বাবা সবজি বিক্রেতা, দারিদ্র্যের সাথে লড়েই ‘শালবনীর সেরা’ সুইটি! সাফল্য উৎসর্গ দেশের ‘নারীশক্তি’-কে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: বাবা সবজি বিক্রেতা। মা গৃহবধূ। দারিদ্র্যের সাথে…

13 hours ago

Operation Sindoor: সরাসরি পাকিস্তানের রাজধানীতে হামলা, বন্দী পাইলট! ভারতের প্রত্যাঘাতে কাঁপছে ইসলামাবাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ মে: রাজস্থানের জয়সলমীরে ভারতের হাতে বন্দি হলো এক পাকিস্তানি যুদ্ধবিমানের…

24 hours ago

Midnapore: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় মেদিনীপুর কলেজিয়েট স্কুলের দুই ছাত্র! সৌম্যসুন্দর ও সাগ্নিকের পরবর্তী লক্ষ্য IIT

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: খুব সামান্য কয়েকটা বিষয়ে 'অমিল' থাকলেও, দুই…

2 days ago

Midnapore: মাধ্যমিকে দশমের পর উচ্চমাধ্যমিকে পঞ্চম মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের বীরেশ! সাফল্য সেল্ফ স্টাডিতেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের মেধাতালিকাতেও জায়গা…

2 days ago

Midnapore: মাধ্যমিকে ৯২ শতাংশ নম্বর! ডাক্তার হতে চায় শালবনীর সিভিক-কন্যা, স্বপ্নপূরণে পাশে থাকার আশ্বাস পুলিশ সুপারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: দিনেদুপুরে শোনা যেত গুলির আওয়াজ। রাস্তায় পড়ে…

3 days ago