দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৩ নভেম্বর: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃহস্পতিবার থেকেই বেড়েছে তাপমাত্রা! ছিল মেঘলা আকাশ, আর শুক্রবার রাতে মেদিনীপুর-খড়্গপুর সহ বিভিন্ন এলাকায় দু’এক ফোঁটা বৃষ্টিও পড়েছে। শুক্রবার সকাল থেকেই শীতের আমেজ পুরোপুরি উধাও। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ২০.৪৬ ডিগ্রি সেলসিয়াস! সোমবার (১৫ নভেম্বর) অবধি এরকমই আবহাওয়া থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। সঙ্গে দেওয়া হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে ফের শীতের ব্যাটিং শুরু হবে বলে হাওয়া অফিস জানিয়েছে।

thebengalpost.net
শুক্রবার দিনভর ছিল মেঘলা আকাশ, শীতের আমেজ আপাতত উধাও (ছবি- প্রতীকী ও সংগৃহীত) :

আবহাওয়া দফতরের পূর্বাভাস, তামিলনাড়ু উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। সেকারণেই শনি ও রবিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। হাল্কা বৃষ্টির সম্ভাবনা সোমবারও। উপকূলবর্তী জেলাগুলিতে আপাতত আকাশ মেঘলা থাকবে। সঙ্গে হাল্কা বৃষ্টির পূর্বাভাস। তবে, উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশও পরিষ্কার থাকবে। এদিকে নিম্নচাপের কারণে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে বাড়বে দিন ও রাতের তাপমাত্রাও। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকেই পূবালী হাওয়ার প্রভাবে কমেছে উত্তুরে হাওয়ার দাপট। ফলে রাতারাতি উধাও হয়ে গিয়েছে শীতের আমেজ! আগামী ২-৩ দিনও শীতের আমেজ থেকে বঞ্চিত হতে হবে দক্ষিণবঙ্গবাসী তথা জঙ্গলমহলবাসীকেও! ফের ঠাণ্ডা বাড়তে পারে ১৫-১৬ নভেম্বর থেকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দুই মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে থাকবে মেঘলা আকাশ। তবে, সোমবার গাঙ্গেয় উপকূলের সর্বত্র বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।