Weather Update

Weather Red Alert: নিম্নচাপের জোড়া ফলায় বিধ্বংসী ঝড়বৃষ্টি দীঘা উপকূলে! তাণ্ডব চলছে মেদিনীপুর থেকে ডেবরা, খড়্গপুর থেকে ঝাড়গ্রাম সর্বত্র; জারি লাল সতর্কতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ১৯ আগস্ট:নিম্নচাপের জোড়া ফলায় বিদ্ধ বাংলা! সন্ধ্যার পর থেকেই বিধ্বংসী ঝড় বৃষ্টি শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর সহ উপকূলীয় এলাকায়। কলকাতা থেকে কাকদ্বীপ, দীঘা থেকে কাঁথি, মেদিনীপুর থেকে খড়্গপুর সর্বত্র শুরু হয়েছে ব্যাপক ঝড়বৃষ্টির তাণ্ডব। এই মুহূর্তে গভীর নিম্নচাপ কাঁথি উপকূলে অবস্থান করছে বলে জানা যায়। আগামী ৫-৬ ঘন্টা ধরে তাই ঝড়-বৃষ্টির ব্যাপক তান্ডব অব্যাহত থাকবে দুই মেদিনীপুরের সর্বত্র! এদিকে, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জারি করা হয়েছে যথাক্রমে- লাল, কমলা ও হলুদ সতর্কতা। কিছুক্ষণ আগেই নতুন করে সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। আজ (শুক্রবার) সারা রাত এবং আগামীকাল সকাল পর্যন্ত ব্যাপক বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। জারি করা হয়েছে- লাল সতর্কতা। অন্যদিকে, কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে- বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগণা এবং কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমানে। আগামীকাল সারাদিন ৪০-৫০ কিলোমিটারের ঝড়ো হাওয়ার‌ হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। কমলা সতর্কতা জারি করা হয়েছে, পূর্ব মেদিনীপুরে। আজ এবং আগামীকাল মৎস্যজীবীদের জন্য দক্ষিণবঙ্গের সর্বত্র লাল সতর্কতা জারি করা হয়েছে।

লাল সতর্কতা:

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মায়ানমার উপকূলের তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তিশালী হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করেছে। সব মিলিয়ে এই দুই পরিস্থিতির জেরে লাগাতার বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা। উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৬০-৭০ কিমি গতিতে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। যা ইতিমধ্যেই শুরু হয়েছে দীঘা, কাঁথি, নন্দীগ্রাম, খেজুরি, এগরা, খাকুড়দা, তমলুক, হলদিয়া প্রভৃতি এলাকায়। নাগাড়ে বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইছে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও। বিকেল পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হলেও, সন্ধ্যার পর থেকেই ঝড় বৃষ্টির ব্যাপক তাণ্ডব শুরু হয়েছে দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়।

আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি:

News Desk

Recent Posts

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

7 hours ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

20 hours ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

23 hours ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

5 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

6 days ago

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…

1 week ago