Weather Update

Weather Update: ভ্যাপসা গরমে পচছেন মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গবাসী, স্বস্তির সুখবর নেই এখনই! তাপমাত্রার ‘হাফ সেঞ্চুরি’ করে ১০০ বছরের রেকর্ড ভাঙল রাজধানী দিল্লি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৯ মে:’রেমাল’ (Cyclone Remal) বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই ভ্যাপসা গরমে পচতে হচ্ছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ সমগ্র দক্ষিণবঙ্গবাসীকে। মঙ্গলবারের পর বুধবার (২৯ মে)-ও দিনভর ঘেমে নেয়ে একাকার হতে হয়েছে দক্ষিণবঙ্গবাসীকে! এদিকে, এখনই স্বস্তির খবর নেই হাওয়া অফিসের তরফেও। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’-তিন দিন তাপমাত্রা আরও বাড়বে বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের (Meteorological Park, Vidyasagar University) রিপোর্ট অনুযায়ী, বুধবার জেলা শহর মেদিনীপুর সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১৫ ডিগ্রি সেলসিয়াস! আর গড় তাপমাত্রা ছিল ৩২.৯২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৪ শতাংশ। সবমিলিয়ে মঙ্গলবারের পর বুধবারও অস্বস্তিকর গরমে প্রাণ হাঁসফাঁসিয়ে উঠেছে মেদিনীপুর বাসীর!

গরমে হাঁসফাঁস:

তবে, আরও আশঙ্কার খবর এই যে, আগামী ২-৩ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ফের একবার ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে! তার সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বা আপেক্ষিক আর্দ্রতার কারণে প্রাণ ওষ্ঠাগত হতে চলেছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ সমগ্র দক্ষিণবঙ্গের বাসিন্দাদেরই। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঘূর্ণিঝড় রিমলের টানে অনেকটা পথ এগিয়ে এসেছে বলে জানিয়েছে মৌসম ভবন। আগামী কয়েক দিনে মলদ্বীপ এবং দক্ষিণ আরব সাগরের বেশিরভাগ অংশেই পৌঁছে যাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আগামী ৩-৪ দিনের মধ্যেই কেরলে পৌঁছে যেতে পারে বর্ষা। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি থেকেও যে বর্ষা খুব বেশি দূরে নেই, তা বলাই বাহুল্য!

অপরদিকে, এই প্রথম সর্বোচ্চ তাপমাত্রা’র হাফ সেঞ্চুরি করল রাজধানী দিল্লি। বুধবার (২৯ মে) দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছল ৫২.৩ ডিগ্রি সেলসিয়াসে! যা দেশের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রাও বটে। ভারতীয় মৌসম ভবন (আইএমডি) জানিয়েছে, উত্তর-পশ্চিম দিল্লির মুঙ্গেশপুরের স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্রে বুধবার এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ১০০ বছরের মধ্যে এটাই যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা তা মেনে নিয়েছেন মৌসম ভবনের আধিকারিকরা। উল্লেখ্য, মঙ্গলবার মুঙ্গেশপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৯.৯ ডিগ্রি। বুধবার তা ৫০ ডিগ্রি ছাপিয়ে গেল! তবে, বুধবার দুপুরে গনগনে আঁচে পুড়লেও, বিকেলে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানী দিল্লিতে। বুধবার বিকেলে রাজধানীতে বেশ কিছু ক্ষণ মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে।

রেকর্ড তাপমাত্রার পর স্বস্তির বৃষ্টি দিল্লিতে:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago