Weather Update

Heat Wave: শেষ চৈত্রেই ৪০ ছুঁই ছুঁই পারদ, পুড়ছে মেদিনীপুর সহ জঙ্গলমহল! তাপপ্রবাহের সতর্কতা ৭ জেলায়, একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১২ এপ্রিল:’চৈত্র দিনে তপ্ত বেলা…।’ খুব স্বাভাবিক। তাই বলে চৈত্র শেষেই ৪০ ছুঁই ছুঁই পারদ? সঙ্গে উত্তপ্ত বায়ু বা লু’র ছেঁকা! একপ্রকার পুড়ছে পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমাঞ্চল তথা জঙ্গলমহলের ছয় জেলা। কোথাও ৩৮.৮ ডিগ্রি (মেদিনীপুর) তো কোথাও ৩৯.৬ ডিগ্রি (বাঁকুড়া) সেলসিয়াস তাপমাত্রা। পাল্লা দিচ্ছে খাস কলকাতাও। সেখানেও ৩৯-৪০ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা! এই ৭ জেলায় আগামী শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই ৭ জেলায় পারদ ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলবে বলে হাওয়া অফিসের ধারণা। শনিবার-রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়নি। সবমিলিয়ে ১ লা বৈশাখেও তীব্র দাবদাহের মধ্যেই কাটাতে হবে বঙ্গবাসীকে।

তীব্র দাবদাহ (ছবি- এস. মন্ডল):

আবহাওয়ার দপ্তর জানিয়েছে, শুধু দক্ষিণবঙ্গ নয়, তীব্র দাবদাহ চলবে উত্তরের দুই জেলাতেও। সপ্তাহান্তে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের মতো পরিস্থিতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আগামী কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনা কম। সপ্তাহান্তে জঙ্গলমহল বা পশ্চিমাঞ্চলের ছয়-সাত জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। পশ্চিমের রাজ্যগুলির মতো বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে শুকনো গরম হাওয়া বইবে। তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। এই গরমে ত্বকে জ্বলুনি ভাব আসতে পারে। লু বওয়ার আশঙ্কাও রয়েছে। রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারপর হয়তো পরিস্থিতি সামান্য বদলাতে পারে!

এই পরিস্থিতিতে, সান‌ স্ট্রোক বা অসুস্থ হয়ে পড়া থেকে বাঁচতে একগুচ্ছ নির্দেশিকা জারি করল নবান্ন। বুধবার রাজ্যের জনস্বাস্থ্য বিভাগের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করে গরম থেকে বাঁচতে কী করা উচিত আর কী করা উচিত নয়, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। প্রবল রোদ থেকে বাঁচতে দিনের বেলায় সঙ্গে ছাতা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। যাঁরা বাইরে কাজ করেন, তাঁদের দুপুরের মধ্যেই কাজ শেষ করতে বলা হয়েছে। শরীরে জলের ঘাটতি যাতে না হয়, তার জন্য বার বার জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওরাল রিহাইড্রেশন সল্ট মিশ্রিত পানীয় খাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। সানস্ট্রোকের সম্ভাবনা এড়াতে সরাসরি রোদ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এই নির্দেশিকায়। রোদে কাজ করেন যাঁরা, তাঁদের নির্দিষ্ট সময় অন্তর ছায়ায় এসে বিশ্রাম নেওয়ার কথাও বলা হয়েছে। রোদে বেরিয়ে কারও মাথা ঘুরলে কিংবা বমি পেলে সঙ্গে সঙ্গে ছায়ায় বসে জল খাওয়া এবং বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে। একইসঙ্গে, চা-কফি ও মদ্যপান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ডাব, নুন-চিনি সরবত, লেবু জল, লস্যি, শসা, তরমুজ প্রভৃতি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরাসরি রোদ থেকে বাঁচতে রোদ চশমা, টুপি, হালকা সুতির পোশাক ব্যবহার করা উচিত বলে জানানো হয়েছে। খুব অসুস্থ মনে করলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

বিভিন্ন নির্দেশিকা জারি করেছে নবান্ন : (ছবি- এস. মন্ডল)

News Desk

Recent Posts

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

28 mins ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

13 hours ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

17 hours ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

5 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

6 days ago

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…

1 week ago