দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩ জুন: লকডাউন-বিধি ক্রমেই শিথিল করতে করতে “আনলক” হতে শুরু করছে রাজ্য। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, “মানুষের কথা ভেবে কখনোই লকডাউন করা হয়নি। বিধিনিষেধ মেনে চলতে বলা হয়েছে। মানুষ সহযোগিতা করছেন। তাই সংক্রমণ কমছে!” আর তাই, বণিক সভার বৈঠকে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল থেকে একগুচ্ছ ছাড়ের ঘোষণা করলেন পূর্বের বিধিনিষেধ কিছুটা শিথিল করে। বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত রেস্টুরেন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছে। খুচরো দোকান খোলার সময় ১২ টা থেকে ৪ টা করা হয়েছে, অর্থাৎ ১ ঘন্টা বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, আগামী ১৫ ই জুনের পর, ২৫ শতাংশ কর্মী নিয়ে শপিং মল খোলার বিষয়টিও চিন্তাভাবনা করা হবে বলে তিনি জানিয়েছেন।

thebengalpost.in
খুলছে রেস্টুরেন্ট :

তবে, প্রতিটি ক্ষেত্রেই তিনি কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। শুধু তাই নয়, টিকাকরণের উপরও জোর দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, “শ্রমিকদের সাথে সাথে এবার পরিচারিকাদেরও টিকা দেওয়ার উপর প্রাধান্য দেওয়া হবে।” রেস্টুরেন্ট ও শপিং মলের কর্মচারীদের টিকা নেওয়ার কথা বলেছেন তিনি। একনজরে বাজার খোলার নতুন নিয়মে চোখ বুলিয়ে নেওয়া যাক:
১. ৭ টা থেকে ১০ টা পর্যন্ত সবজি বাজার সহ মাছ-মাংস-দুধ-ভূষিমাল সহ জরুরী জিনিসপত্রের দোকান খোলা থাকবে।
২. ১০ টা থেকে ৫ টা পর্যন্ত মিষ্টির দোকান খোলা থাকবে।
৩. ১২ টা থেকে ৪ টা পর্যন্ত শাড়ি ও গহনার দোকানের সাথে সাথে মুদি দোকান বা ভূষিমাল দোকান সহ সমস্ত ধরনের খুচরো দোকান খোলা থাকবে। মদ দোকানও খোলা থাকবে।
৪. বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শুধুমাত্র রেস্টুরেন্ট খোলা থাকবে। বার ও শপিং মল আপাতত বন্ধ থাকবে।
৫. ওষুধ দোকান সহ অন্যান্য জরুরী পণ্যের দোকান পূর্বের মতোই খোলা থাকবে।

thebengalpost.in
বণিক সভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় :