দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ ফেব্রুয়ারি: লোকসভার আগে ‘কল্পতরু’ মমতা সরকার! লক্ষ্মীবারে (বৃহস্পতিবার)-ই ‘লক্ষ্মীলাভ’-র ঘোষণা করলেন গৃহলক্ষ্মী থেকে সরকারি কর্মচারী, সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশদের জন্য। মৎস্যজীবীদের জন্যও দিয়েছেন সুখবর! বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিধানসভায় পেশ করা রাজ্য বাজেটে ১০০ দিনের কাজের শ্রমিকদেরও আশ্বস্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এদিন তুমুল হট্টগোলের মধ্যেই বিধানসভায় বাজেট পড়ে শোনান অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বাজেট অনুযায়ী, চলতি বছরের মে মাস থেকে আরও ৪ শতাংশ (4%) DA (Dearness Allowances) বৃদ্ধি হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের। ডিএ আন্দোলনের মধ্যেই এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হয়েছে। ফেব্রুয়ারিতে বর্ধিত বেতন হাতেও পেয়েছেন সরকারি কর্মচারীরা। এবার ফের ৪ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী।

thebengalpost.net
বাজেট পড়ছেন চন্দ্রিমা ভট্টাচার্য:

অন্যদিকে, সাধারণ (অসংরক্ষিত) পরিবারের মহিলাদের জন্য মাসিক ১০০০ টাকা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার! জনজাতির, তফশিলি (SC, ST) মহিলাদের ক্ষেত্রে তা হচ্ছে ১২০০ টাকা। আগে ছিল যথাক্রমে ৫০০ ও ১০০০। অন্যদিকে, সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়ল ১০০০ টাকা। এজন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হবে রাজ্য সরকারের তরফে। পাশাপাশি, এখন থেকে রাজ্য পুলিশের ২০ শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য, যা এত দিন ১০ শতাংশ ছিল। ঘোষণা করেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এছাড়াও, কন্যাশ্রীর টাকা ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। ‘সমুদ্র সাথী’ নামক নতুন প্রকল্প চালু করা হয়েছে। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলার নথিভুক্ত মৎস্যজীবীরা ৫ হাজার টাকা পাবেন দুই মাস। ২ লাখ মৎস্যজীবী উপকৃত হবেন। এজন্য ২০০ কোটি বরাদ্দ করেছে রাজ্য। এছাড়াও, ১০০ দিনের পালটা ‘৫০ দিনের কাজ’ চালু করছে রাজ্য। এজন্য ‘কর্মশ্রী’ প্রকল্পের ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে, যুবদের জন্যও নতুন প্রকল্প আনা হচ্ছে। এবার থেকে ভোকেশনাল ট্রেনিং সেন্টারের পড়ুয়ারা যাঁদের বয়স ১৮ থেকে ৪০ বছর তাঁদের শিল্প সংস্থাতে ট্রেনিংয়ের সুযোগ দেওয়া হবে। ১৫০০ থেকে ২৫০০ পর্যন্ত স্টাইপেন্ড পাবেন তাঁরা।

thebengalpost.net
লক্ষ্মীর ভান্ডারেই ভরসা মমতার: