দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৪ সেপ্টেম্বর: রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে পদত্যাগ করলেন কিশোর দত্ত। রাজ্যপালকে পদত্যাগ পত্র পাঠানোর পাশাপাশি একইসঙ্গে তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দেন রাজ্যের মুখ্যসচিব এবং আইনমন্ত্রীর দফতরেও। ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি ইস্তফা দিয়েছেন। কিশোর দত্তের সেই চিঠি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে! তবে, কি কারণ তা জানা যায়নি। টুইট করে এই খবর জানিয়ে দেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিকে, ব্যক্তিগত কারণ দেখিয়ে অ্যাডভোকেট জেনারেলের এই ইস্তফা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মেদিনীপুরে বসে তিনি বললেন, “এই ইস্তফা বিচার ব্যবস্থার জন্য ভালো নয়! ব্যারিস্টার থেকে বিচারপতি সকলকেই হুমকি দেওয়া হয় এই সরকারের তরফে। বিচার বদলানোর জন্য চাপ দেওয়া হয়। এটা করতে হবে, ওটা করতে হবে- বলা হয়! আজ অ্যাডভোকেট জেনারেলের ইস্তফা হয়তো সেই কারণেই।”

thebengalpost.net
কিশোর দত্ত (ফাইল চিত্র) :

thebengalpost.net
কিশোর দত্তের ইস্তফাপত্র :

এদিকে, কিশোর দত্তের ইস্তফার কিছুক্ষণের মধ্যেই রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হলেন- সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে গোপাল মুখোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে তিনি গোপাল বাবু নামেই জনপ্রিয়। সম্পর্কে তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায় ওরফে জুলু বাবু’র ছেলে। সংবিধানের আর্টিক্যাল ১৬৫ (১) অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। উল্লেখ্য যে, দীর্ঘদিন ওকালতির সঙ্গে যুক্ত সৌমেন্দ্রনাথ, গোপাল মুখোপাধ্যায় নামেই বেশি পরিচিত। তিনি লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করেন। কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন- ১৯৮৬ সালে। সম্প্রতি, নন্দীগ্রাম গণনা মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন তিনি। এদিকে, বিজেপি সাংসদ হিসেবে কৃষ্ণনগর থেকে জিতেছিলেন রাজনীতির ময়দানে জুলুবাবু বলে পরিচিত সত্যব্রত। তারপর বাজপেয়ী মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। সেই জুলু বাবু’র ছেলে গোপাল বাবু রাজ্যের নতুন এজি (AG) হিসেবে দায়িত্ব নেওয়ায় উৎসাহের অন্ত নেই হাইকোর্টের অলিন্দে!

thebengalpost.net
মেদিনীপুরে দিলীপ ঘোষ :