thebengalpost.net
মেদিনীপুর জেলা আদালত:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: প্রাথমিক পেরিয়ে, নতুন স্কুলে (হাই স্কুলে) ক্লাস ফাইভে ভর্তি হয়েছিল বছর দশেকের নাবালিকা। সেই খুশিতেই পুরানো স্কুলের অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ‘প্রণাম’ করতে এসেছিল সে। স্কুলে এখন মার্কশিট তৈরির কাজ চলছে। সেই কাজ সেরে সোমবার বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা চলে গেলে, একাই ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মধুসূদন পাত্র। নাবালিকা ছাত্রী তাঁকে প্রণাম করার সময়ই প্রধান শিক্ষক অশালীন আচরণ বা যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। এরপরই, দ্রুত বাড়ি পৌঁছে অভিভাবকদের সবকিছু জানায় নাবালিকা। লিখিত অভিযোগের ভিত্তিতে আজ, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পুলিশ মধুসূদন পাত্র নামে বছর ৫৮-র ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-২নং ব্লকের গোয়ালতোড় থানা এলাকার একটি প্রাইমারি স্কুলে। ধৃত শিক্ষক ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে।

thebengalpost.net
মেদিনীপুর জেলা আদালত:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

এদিকে ঘটনা ঘিরে নিন্দার ঝড় উঠেছে জেলার শিক্ষক মহলে। এদিন পশ্চিম মেদিনীপুর ডিপিএসসি’র (জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের) চেয়ারম্যান অনিমেষ দে বলেন, “খুবই নিন্দনীয় ঘটনা। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা পাক। শিক্ষক সমাজের একজন প্রতিনিধি হিসেব ধিক্কার জানাচ্ছি।” আদালত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে নির্যাতিতা ছাত্রী তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে প্রাইমারি স্কুলে যায়। স্কুলে প্রধান শিক্ষক একাই ছিলেন। অভিযোগ, সেই সময় নির্যাতিতা ছাত্রীর বন্ধুকে অন্য ক্লস রুমে যেতে বলে বছর দশেকের প্রাক্তন ছাত্রীকে যৌন নির্যাতন করেন প্রধান শিক্ষক। এই ঘটনার পর ছাত্রী বাড়ি ফিরে পুরো বিষয়টি জানায়। গোয়ালতোড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। তদন্তে নেমে মঙ্গলবার অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু হয়েছে। মঙ্গলবার ধৃতকে মেদিনীপুর পকসো আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। মঙ্গলবার বিকেলে পকসো আদালতের এপিপি স্বর্ণেন্দু পারিয়াল বলেন, বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। জিজ্ঞাসাবাদের পর ধৃতকে ফের আদালতে তোলা হবে।

thebengalpost.net
বিজ্ঞাপন:

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন):