দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: চলতি মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা! মকরসংক্রান্তির পরেও কনকনে ঠান্ডায় কার্যত জুবুথুবু পশ্চিম মেদিনীপুর সহ সমগ্র জঙ্গলমহল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অটোমেটিক ওয়েদার স্টেশনের তরফে আজ, শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে রেকর্ড করা ৬.৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই চলতি মরশুমে মেদিনীপুর শহর সহ সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানা গেছে আবহাওয়া বিভাগের তরফে। ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ গত ৯ জানুয়ারি (শুক্রবার) জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৭৩ ডিগ্রি সেলসিয়াস।


গত কয়েকদিন অবশ্য মেদিনীপুর সহ জঙ্গলমহলের তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করছিল। হঠাৎ করেই ‘রেকর্ড’ পারদ-পতন! তবে, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু-একদিনের মধ্যেই কমে যাবে ঠান্ডা। একটু একটু করে বাড়বে তাপমাত্রা। ফলে শুক্রবারের এই ঘটনাকে অনেকেই মজা করে শীতের মরণ-কামড় বলছেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী, গত ৩১ ডিসেম্বর (২০২৫) পশ্চিম মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪৫ ডিগ্রি। এরপর, গত ৬ থেকে ৮ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে- ৮.১৫, ৮.০৯ এবং ৯.০৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর গত শুক্রবার (৯ জানুয়ারি) একধাক্কায় আরও খানিকটা তাপমাত্রা কমে যায়। তারপর ফের ৮-৯ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করে সর্বনিম্ন তাপমাত্রা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিদ্যা বিভাগের অধীন সেন্টার ফর এনভারমেন্টাল স্টাডিজের ডিরেক্টর অধ্যাপক যতিশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেও এমন রেকর্ড পারদ-পতন বা শৈত্যপ্রবাহের ঘটনা ঘটে। সেবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৫.৯৩ ডিগ্রি সেলসিয়াসে! তারপর থেকে এটাই সর্বনিম্ন তাপমাত্রা।’










