দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত ‘রেকর্ড’ ভেঙে গেল আইআইটি খড়গপুরের চলতি বছরের প্লেসমেন্ট কর্মসূচি বা ক্যাম্পাসিংয়ে। বার্ষিক ২ কোটি টাকা বা তার থেকে বেশি বেতনের চাকরির অফার পেলেন প্রতিষ্ঠানের ৫ জন পড়ুয়া। সর্বোচ্চ বেতন বছরে ২ কোটে ৪৪ লক্ষ টাকা! এছাড়াও, কোটি টাকা (১ কোটি টাকা বা তার থেকে বেশি, কিন্তু ২ কোটি টাকার কম) বেতনের চাকরি অফার পেয়েছেন ১০ জন পড়ুয়া। মঙ্গলবার বিকেলে আইআইটি খড়্গপুরের তরফে ঠিক এমনটাই জানানো হয়েছে। কর্তৃপক্ষের তরফে এও জানানো হয়েছে, প্রতিষ্ঠানের মোট ১৫০১ জন পড়ুয়া এই প্লেসমেন্ট কর্মসূচির প্রথম পর্যায়ে চাকরির অফার পেয়েছেন। এর মধ্যে আন্তর্জাতিক অফার ১৫টি এবং প্রি-প্লেসমেন্ট অফার ৪৫৭টি।


উল্লেখ্য যে, এর আগে আইআইটি খড়গপুরের ইতিহাসে সর্বোচ্চ ২ কোটি ১৪ লক্ষ টাকা বেতনের চাকরি পেয়েছিলেন এক পড়ুয়া। গত শিক্ষাবর্ষের প্লেসমেন্ট কর্মসূচিতে এই অফার পেয়েছিলেন ওই পড়ুয়া। সেইসঙ্গেই গত বছর মোট ৯ জন পড়ুয়া পেয়েছিলেন কোটি টাকা বেতনের চাকরির অফার। এবার সেখানে কোটি টাকা বেতনের চাকরির অফার পেয়েছেন ১৫ জন। এর মধ্যে, ২ কোটি বা তার থেকে বেশি বেতনের অফার পেয়েছেন ৫ জন। আইআইটি খড়্গপুরের জনসংযোগ আধিকারিক প্রতীক দামা জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষের প্রথম পর্যায়ের প্লেসমেন্ট কর্মসূচিতে প্রযুক্তি, কোর ইঞ্জিনিয়ারিং, ফিনান্স, কনসাল্টিং, অ্যানালিটিক্স প্রভৃতি বিভিন্ন সেক্টরে চাকরির অফার পেয়েছেন দেড় হাজার (১৫০১ জন) পড়ুয়া। অ্যাপল, টেসলা, গুগল, মাইক্রোসফট, এনভিডিয়া, এয়ারবাস, বোয়িং, মার্সিডিজ, কোয়ালকম, সিমেন্স, অ্যামাজন, ওয়ালমার্ট, গোল্ডম্যান স্যাকস, ম্যাককিনসে, আমেরিকান এক্সপ্রেস, স্যামসাং কোরিয়া, টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মতো আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে এল অ্যান্ড টি ফাইন্যান্স, টাটা গ্রুপের মতো দেশীয় সংস্থা অংশগ্রহণ করে এই প্লেসমেন্ট কর্মসূচিতে।
আইআইটি খড়গপুরের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) চেয়ারপার্সন অধ্যাপক সঞ্জয় গুপ্ত বলেন, ‘বিশ্বজুড়ে চাকরির মন্দার বাজারে এখন কাজ পাওয়াটাই যেখানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সেখানে আইআইটি খড়্গপুরের এই সাফল্য নিঃসন্দেহে গর্বের। আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের ধারাবাহিক পরিশ্রম ও নিষ্ঠার ফলেই এটা সম্ভব হয়ছে।’ সেইসঙ্গেই অংশগ্রহণকারী দেশীয় ও আন্তর্জাতিক প্রতিটি সংস্থাকেই ধন্যবাদ জানিয়েছেন তিনি।











