দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: ঠিক এক মাস আগে, গত ১৬ আগস্ট শালবনী ব্লকের পাথরকুমকুমি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। প্রায় একই জায়গাতে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বৃষ্টির দিনে ঘটে গেল আরও একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রণহীন একটি সবজি বাহী পিকাপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল পিন্টু মাহাত (৫৪) নামে এক ব্যক্তির। তাঁর বাড়ি শালবনী ব্লকের দক্ষিণশোল (ভাতমোড়ের কাছে) গ্রামে! সকাল ১০ টা ৪৫ নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। এরপরই, ক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করে এবং ঘাতক পিকাপ ভ্যানটিকে আটকে রাখে। শালবনী থানা ও পিড়াকাটা ফাঁড়ি থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে এবং গাড়ির চালক-কে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে শালবনী থানা সূত্রে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাদুতলায় আর.আই অফিসে কর্মরত বছর ৫৪’র পিন্টু মাহাত নিজের বাইকে করে অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি রেনকোট পরে ছিলেন এবং আসতে আসতেই যাচ্ছিলেন। তবে, মাথায় হেলমেট ছিলনা বলে জানা গেছে! পাথরকুমকুমি এলাকায় তাঁর বাইকের পেছনে সজোরে ধাক্কা মারে চারশো সাত পিকাপ ভ্যান-টি। সবজি নিয়ে ওই গাড়িটিও ভাদুতলা অভিমুখেই যাচ্ছিল। রাজ্য সড়কের উপরই ছিটকে পড়েন পিন্টু মাহাত! মাথায় সরাসরি আঘাত পান এবং রক্তপাত শুরু হয়। ছুটে আসেন এলাকাবাসী। তাঁকে উদ্ধার করেন, কিন্তু ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক গাড়ির চালক, খালাসি সহ গাড়িটিকে আটক করে রাখে! বৃষ্টির মধ্যে, দ্রুতগতিতে থাকাতেই গাড়ির উপর চালকের নিয়ন্ত্রণ ছিল না বলে স্থানীয়রা জানিয়েছেন! এরপর, ওই জায়গায় বাম্পার তৈরির দাবিতে পথ অবরোধ শুরু করেন। শালবনী থানার আইসি গোপাল বিশ্বাসের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেওয়া হয়। তবে, এলাকাবাসীর বক্তব্য, জনবহুল এই জায়গাতে বছরে ৩-৪ টা করে মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে! এখন রাস্তা আরও ভালো হওয়ায় তীব্র গতিতে গাড়িগুলি যাচ্ছে। অবিলম্বে এখানে বাম্পার দেওয়া প্রয়োজন। পুলিশের বক্তব্য, এখানে সারা বছরই ট্রাফিকের গার্ড ওয়াল দেওয়া থাকে। আগের দুর্ঘটনার পর সিভিক পুলিশও থাকছে। তা সত্ত্বেও দুর্ঘটনা ঘটছে। সারা রাস্তায় কি আর বাম্পার দেওয়া সম্ভব! পুলিশ ওই চালককে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।