thebengalpost.in
পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কার্যালয় (প্রতীকী ছবি, নিজস্ব) :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৩ জুলাই: ফের রাজ্য জুড়ে প্রশাসনিক স্তরে একাধিক আধিকারিকের রদবদল করা হলো। তালিকায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের একাধিক উচ্চ পদস্থ আধিকারিক আছেন। নবান্নের জারি করা ২ রা জুলাইয়ের নির্দেশিকা অনুযায়ী, একযোগে পরিবর্তন (পদোন্নতি) করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার ২ জন মহকুমাশাসক’কে। মেদিনীপুর সদরের মহকুমাশাসক (SDO) নীলাঞ্জন ভট্টাচার্য’কে ক্রেতা সমবায় দপ্তরের ওএসডি করা হচ্ছে। তাঁর জায়গায় নতুন মহকুমাশাসক হিসেবে আসছেন কৌশিক চট্টোপাধ্যায়। তিনি মুর্শিদাবাদের ডিপিএলও (District Planning Officer) ছিলেন। অপরদিকে, ঘাটালের মহকুমাশাসক শৌভিক চট্টোপাধায় বদলি হয়ে পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (ADM) হচ্ছেন। তাঁর স্থলাভিসিক্ত হতে চলেছেন সুমন বিশ্বাস। তিনি মুর্শিদাবাদের এলএও পদে ছিলেন। অপরদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার পরিকল্পনা আধিকারিক বা DPLO অয়ন নাথ বদলি হয়ে বোলপুরের (বীরভূম) মহকুমাশাসক হচ্ছেন।

thebengalpost.in
পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কার্যালয় (প্রতীকী ছবি, নিজস্ব) :

এছাড়াও, ঝাড়গ্রামের ADM সৌম্য ভট্টাচার্যের পদোন্নতি হচ্ছে রাজ্যের পি অ্যান্ড এ আর (Personnel and Administrative Reforms) দপ্তরের যুগ্ম সচিব (Joint Secretary) হিসেবে। পূর্ব মেদিনীপুরের দুই অতিরিক্ত জেলাশাসক (ADM) যথাক্রমে সৌর মন্ডল ও সুদীপ্ত পোড়েলেরও যথাক্রমে পদোন্নতি হচ্ছে রাজ্য গেজেটারস (ও এস ডি) এবং রাজ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি (ডেপুটি সেক্রেটারি) দপ্তরে। অধ্যদিকে, পূর্ব মেদিনীপুরের এগরা’তেও নতুন মহকুমাশাসক হিসেবে আসছেন সম্রাট মন্ডল। তিনি অরূপ দত্তের স্থলাভিসিক্ত হচ্ছেন।