দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৩ জুন: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২১ শে জুন প্রকাশিত হয়েছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ লিস্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, “লবি ধরার প্রয়োজন নেই, মেধার ভিত্তিতেই হবে চাকরি।” ঘোষণা ঘোষণাই থেকে গেল, বাস্তবে সেই দুর্নীতির অভিযোগ! বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি প্রভৃতি বিষয়ের ইন্টারভিউ লিস্ট নিয়ে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে। কম যোগ্যতা নিয়ে তালিকায় ঠাঁয় পাওয়া নিয়ে সোমবার (২১ শে জুন) থেকেই সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছে। মঙ্গলবার একাধিক টেট মার্কশিট ভাইরাল হলো। যেখানে দেখা যাচ্ছে, অনেক কম নম্বর পেয়েও তালিকায় জায়গা পেয়েছে একাধিক পরীক্ষার্থী। বঞ্চিত হয়েছেন শত শত মেধাবীরা। সূত্রের খবর অনুযায়ী, তাঁদের মধ্যে অনেকেই ফের আদালতের দরজায় কড়া নাড়া শুরু করে দিয়েছেন মঙ্গলবার থেকেই!
অনেকেই আবার কমিশনের দ্বারস্থ হচ্ছে বলে খবর। যদিও কমিশনের তরফে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। সেক্ষেত্রে কোথায় গেলে সঠিক বিচার মিলবে, তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না বঞ্চিতরা! ২০১৪ সালের বিজ্ঞপ্তি’তে ইন্টারভিউ লিস্ট বেরোচ্ছে ২০২১ এ। তার উপর আদালতের চরম হুঁশিয়ারি ছিল, সঠিক টেট স্কোর ও অ্যাকাডেমিক সহ লিস্ট বের করার। তা না করে, বঞ্চিত পরীক্ষার্থীদের ফের একবার আদালতের দরজায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে কমিশন, অভিযোগ হাজার হাজার পরীক্ষার্থীর। সোশ্যাল মিডিয়ায় ইন্টারভিউ লিস্টের তালিকা পোস্ট করে পরীক্ষার্থীরা এই অভিযোগও তুলছেন, ১৯৯৪ সালে জন্মগ্রহণ করা পরীক্ষার্থীরা কিভাবে ২০১৬ সালের মধ্যে বি.এড পাস করে আপার প্রাইমারিতে আবেদন জানালো? অনেকের আবার (১৯৬৫/১৯৬৭ তে জন্মগ্রহণকারী) ২০১৪ কিংবা ২০১৬ তে ৪০ বছর ফুরিয়ে যাওয়ার পরও তালিকায় জায়গা পাওয়া নিয়ে অভিযোগ উঠেছে। তবে, সবথেকে মারাত্মক অভিযোগ, বাংলা-ভূগোল প্রভৃতি বিষয়ে অনেক কম নম্বর পেয়েও জেনারেল মেল/ফিমেল তালিকায় কিংবা এস.সি/এস.টি তালিকায় ঠাঁয় পাওয়াকে কেন্দ্র করেই উঠেছে! এখন দেখা যাক, এই পরিস্থিতিতে কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ করে নাকি ফের একবার আদালতের চার দেওয়ালেই প্রকৃত বিচার পাওয়ার লড়াই শুরু হয়।