দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৫ জুন: সরকারি কর্মীদের জন্য সুখবর! জামাইষষ্ঠী উপলক্ষ্যে বুধবার ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে যে, আগামিকাল সমস্ত সরকারি ও আধা সরকারি সংস্থা ছুটি থাকবে। পাশাপাশি, বিবৃতিতে বলা হয়েছে যে, পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণে যেসব রাজ্য সরকারি অফিস, শহুরে ও গ্রামীণ প্রতিষ্ঠান, কর্পোরেশন, শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে তা বুধবার বন্ধ থাকবে জামাই ষষ্ঠী উপলক্ষ্যে।

thebengalpost.in
বিজ্ঞপ্তি :

প্রসঙ্গত উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই জামাইষষ্ঠীতে হাফ ছুটি বরাদ্দ করেছিলেন মমতা। এবার, আরও একধাপ এগিয়ে পুরো ছুটি উপহার দিলেন মুখ্যমন্ত্রী। সরকারি চাকুরে জামাইদের জন্য পূর্ণ ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিকে, করোনা আবহে বাঙালির অন্যতম “ইভেন্ট” জামাইষষ্ঠী কিছুটা ম্লান হলেও নিজেদের মতো করে “জামাই আদর” এর আয়োজনে খামতি রাখতে চাইছেন না কেউই। তারই মাঝে ছুটি পেয়ে স্বভাবতই খুশি সরকারি কর্মচারীরা।