দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ডিসেম্বর: ডাইনি সন্দেহে এক বৃদ্ধাকে মারধর করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের সাতগেড়িয়া এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অভিযোগ, শনিবার সন্ধ্যায় এলাকার ১০-১২ জন ব্যক্তি এসে তাঁকে গালিগালাজ করে এবং ব্যাপক মারধর করে। তাঁর মাথায় চোট লেগেছে। গুরুতর জখম অবস্থায় একাংশ স্থানীয় বাসিন্দা তাঁকে উদ্ধার করে প্রথমে পাঁচখুরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রাতেই স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন আছেন আহত মহিলা। এদিকে এই ঘটনায়, মেদিনীপুর কোতোয়ালী থানা ইতিমধ্যে ১০ জনকে গ্রেফতার করেছে। রবিবার তাদের আদালতে তোলা হলে, ৩ জনের পুলিশ হেফাজত ও ৭ জনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
এদিকে, এই ঘটনা যে অত্যন্ত লজ্জাজনক, তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন জেলাবাসী। রবিবার সকালে আহত বৃদ্ধাকে হাসপাতালে দেখতে যান এলাকার বিধায়ক দীনেন রায়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও আদিবাসী সমাজের নেতৃত্বদেরকে সাথে নিয়েই হাসপাতালে বৃদ্ধাকে দেখতে যান দীনেন বাবু, তিনি বলেন, এটা একটা সামাজিক সমস্যা। ইতিমধ্যেই মারধরে অভিযুক্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। এদিকে, সামাজিকভাবে এই সমস্যা সমাধানের লক্ষ্যে ভারত জাকাত মাঝি পরগানা মহলের সদস্যরা এগিয়ে এসেছেন। জানা গেছে, এর আগেও ডাইন সন্দেহে ওই মহিলাকে মারধর করা হয়েছে! দীর্ঘদিন তিনি ঘরছাড়া ছিলেন বলেই জানিয়েছেন বিধায়ক দীনেন রায়। যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তা দেখার আশ্বাস দিয়েছেন তিনি।