thebengalpost.net
প্রতীকী ছবি :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ নভেম্বর: আদালতের নির্দেশ কিংবা পুলিশ প্রশাসনের শত নজরদারি এড়িয়েই আলোর উৎসবে দেদার ফেটেছে নিষিদ্ধ শব্দবাজি! তবে, অন্যান্য বারের তুলনায় নিঃসন্দেহে কমেছে শব্দবাজির তাণ্ডব। এর মধ্যেই, একদল পাষণ্ডের চরম নির্মমতার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর। খড়্গপুর শহরের নিরীহ এক পথ-কুকুরের পা’য়ে ‘শব্দবাজি’ বেঁধে বাজি ফাটানোর পৈশাচিক উল্লাসে মেতে উঠল খড়্গপুর শহরের খরিদা এলাকার একদল নিষ্ঠুর! পরিণামে অবলা ওই সারমেয়’র পা ও লেজ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল! মৃত্যু’র সঙ্গে পাঞ্জা লড়ছে ওই সারমেয়টি। তার চিকিৎসা ও দেখাশোনা করছে খড়্গপুর শহরের একটি পথ কুকুরদের সংগঠন ও পশু চিকিৎসক। এদিকে, নির্মম এই ঘটনায় খড়্গপুরের এসডিপিও (মহকুমা পুলিশ আধিকারিক) দীপক সরকারের নেতৃত্বে খড়্গপুর টাউন থানা ইতিমধ্যে ৯ জনকে আটক করেছে বলে জানা গেছে।

thebengalpost.net
ক্ষতবিক্ষত কুকুর-টি :

জানা গেছে, কালীপুজোর রাতে খড়্গপুর শহরের খরিদা’র গুরুদ্বারা সংলগ্ন এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটানো হয়। ক্ষতবিক্ষত হয় কুকুরের শরীর। শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পা ও লেজ। এই ঘটনায় সমাজ মাধ্যমে নিন্দায় সরব হয় সচেতন নাগরিকরা! বিভিন্ন পথ পশু ও কুকুরদের সংগঠন তীব্র প্রতিবাদ জানায়। তারপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ৯ জনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, খড়্গপুর শহরের পথ কুকুরদের একটি সংগঠন ও কয়েকজন পশু চিকিৎসকের তত্ত্বাবধানে আহত ও ক্ষতবিক্ষত কুকুরটির চিকিৎসা করা হচ্ছে।

thebengalpost.net
প্রতীকী ছবি :