দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ অক্টোবর: রবিবার সাত সকালেই মেদিনীপুর বন বিভাগের লালগড় রেঞ্জের অন্তর্গত শালবনী ব্লকের লক্ষ্মণপুর এলাকায় মাঠের মাঝে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বনদপ্তর এবং স্থানীয়দের অনুমান, দক্ষিণবঙ্গের অন্যতম বয়স্ক বা সবথেকে বেশি বয়সী হাতি ছিল এটি! বয়স আনুমানিক ৩০-এর কাছাকাছি। স্বাভাবিকভাবেই, পূর্ণবয়স্ক এই হাতিটির মৃত্যুতে শোকের ছায়া এলাকায়! ঘটনাস্থলে পৌঁছেছেন মেদিনীপুর বনবিভাগের আধিকারিকরা। আছেন শালবনী থানা তথা পিড়াকাটা পুলিশ পোস্টের পুলিশ কর্মীরাও। কয়েকশো উৎসাহী মানুষ ভিড় জমিয়েছেন এলাকায়।
এদিকে, পূর্ণবয়স্ক এই দাঁতাল হাতিটির মৃত্যু হল কিভাবে? তা নিয়েই এই মুহূর্তে জল্পনা এলাকাবাসীর মধ্যে। প্রাথমিক অনুমান, বয়স জনিত কারণে বা অসুস্থ হওয়ার কারণেই মৃত্যু হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই পূর্ণবয়স্ক দাঁতাল-টিই তার দলের ‘প্রধান’ ছিল। তাই, ড্রাইভের সময় বা এলাকা পরিবর্তনের সময়, নিজে সবার পেছনে থাকত সে। তাই, দ্রুত গতিতে পালানোর সময়, কাছাকাছি থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে বা বিদ্যুৎস্পৃষ্ট হয়েও মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না! কিছুক্ষণের মধ্যেই মেদিনীপুর শহর থেকে চিকিৎসকদল পৌঁছবেন, তার পরেই সঠিক কারণ বোঝা যাবে বলে মেদিনীপুর বনবিভাগের আধিকারিকরা জানিয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত এডিএফও (ADFO) বিজয় চক্রবর্তী জানিয়েছেন, “নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত করা হবে। তারপরই সঠিক কারণ বোঝা যাবে।” তিনি এও জানিয়েছেন, ময়নাতদন্তের পর, চিকিৎসক ও বনদপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে এসওপি (SOP) মেনে ওই এলাকাতেই, গভীর জঙ্গলের মাঝে, পূর্ণবয়স্ক হাতিটিকে দাহ করা হবে।”