Arrested

Kharagpur: খড়্গপুরের সাট্টা ডন তপন দত্ত গ্রেফতার! সোনা মল্লিক খুনের মূল অভিযুক্তকে আজই আদালতে তুলছে পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ মার্চ:’রেলশহর’ খড়্গপুরের ‘সাট্টা ডন’ তপন দত্ত-কে গ্রেফতার করল পুলিশ। সোমবার মধ্যরাতে তার ইন্দা’র বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। আজ, মঙ্গলবার (২২ মার্চ) তাকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৮ মার্চ (শুক্রবার) সকালে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (NRS Medical College and Hospital) মৃত্যু হয় বছর ৪৩ এর যুবক সোনা মল্লিকের। শহরের ৮ নং ওয়ার্ডের বাঙালিপাড়ার বাসিন্দা সোনা কাজ করত এই তপন দত্ত’র সাট্টা গদিতে বা গোডাউনে। পরিবারের অভিযোগ ছিল, ১৭ মার্চ, বৃহস্পতিবার রাতে, তাকে নির্মমভাবে মেরেছিল সাট্টা গদিতে কাজ করা অন্যান্য সহকর্মীরা এবং এতে মদত ছিল খোদ সাট্টা মালিক তপনেরও। আর, তাতেই মাথায় ও কানে গুরুতর চোট পেয়ে মৃত্যু হয় সোনার! খড়্গপুর, মেদিনীপুর থেকে কলকাতা নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। এরপরই, ১৮ মার্চ, শুক্রবার সন্ধ্যায় খড়্গপুর টাউন থানায় সাট্টা মালিক তপন ও তার গোডাউনের কর্মীদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন, সোনার বাবা তথা অবসরপ্রাপ্ত রেলকর্মী কানাইলাল মল্লিক।

সোনা মল্লিক :

এদিকে, তপন দত্ত এবং তার দোকানের কর্মীরা ঘটনার পর থেকেই ফেরার ছিল। সূত্রের খবর অনুযায়ী, সোমবার (২১ মার্চ) রাতেই বাড়ি ফিরেছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে, টাউন থানার পুলিশ তাকে গ্রেফতার করে! পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে সে। বছর ৫৫’র তপন জানিয়েছে, তার দোকানে অ্যাটম বলে আরেকজন যুবক কাজ করত। তার সঙ্গেই টাকাপয়সার হিসেব নিয়ে সোনার গন্ডগোল হয়েছিল। দু’জনের মধ্যে হাতাহাতি-মারপিট হয়। তপন গিয়ে দু’জনকে সরিয়ে দেয়। হয়তো তার আগেই মাথায় গুরুতর চোট পেয়েছিল সোনা। যা সেই সময় বোঝা যায়নি, সোনা বাড়িও চলে যায়! এদিকে, ঘটনার পর থেকে ইন্দার বাসিন্দা অ্যাটম নামে ওই যুবক ফেরার। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, মাসদুয়েক আগে রেলশহরের ট্রাফিক এলাকার সাট্টা ডন তপন দত্তের সাট্টা গদিতে বা সাট্টা গোডাউনে কাজে ঢুকেছিল সোনা। পরিবার অবশ্য জানত, কোনো ব্যবসায়ীর দোকানে কাজ পেয়েছে সোনা। সংসারে আর্থিক টানাপোড়েন থাকায় বাধা দেননি পরিবারের সদস্যরা। সোনা সন্ধ্যার সময় কাজে যেত, রাত্রি ১২ টা নাগাদ ফিরতো। বৃহস্পতিবার রাতেও ফেরে সোনা। তবে, সারা শরীরে গুরুতর আঘাত নিয়ে! বাড়িতে সে জানিয়েছিল, দোকানের এক কর্মচারী হিসেবের গরমিল করত, তা মালিককে বলে দেওয়ায় তাকে মেরেছে! এরপরই, মাথার যন্ত্রণায় ছটফট করতে থাকে সোনা। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি! স্ত্রী, সন্তান, বাবা-মা’কে ছেড়ে চলে যায় সোনা। এদিকে, খড়্গপুর শহরে অবৈধ সাট্টা কারবার নিয়ে ফের একবার সরব হয়েছেন আপামর খড়্গপুরবাসী থেকে বিরোধী রাজনৈতিক দলগুলিও। শাসকদলের তরফেও জানানো হয়েছে, পুলিশের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিৎ এই ধরনের অবৈধ কারবারের বিষয়ে।

তপন‌ দত্ত :

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

4 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

5 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago