দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ সেপ্টেম্বর: বেপরোয়া ট্রাকের ধাক্কায় স্থানীয় যুবকের মৃত্যু ঘিরে বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে তুলকালাম পরিস্থিতি ‘রেল শহর’ খড়্গপুরে। ক্ষুব্ধ জনতার মারে মৃত্যু হল ট্রাক চালকের! জখম হয়েছেন খড়গপুর টাউন থানার IC রাজীব পালও। প্রসঙ্গত, বুধবার রাত্রি সাড়ে ৯টা নাগাদ ‘রেল শহর’ খড়্গপুরে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক স্কুটি আরোহী যুবকের! আর, তারপরই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় খড়্গপুর শহরের নিউ ট্রাফিক এলাকা। উত্তেজিত জনতার মারে গুরুতর জখম হন ট্রাক চালক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে, সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। গভীর রাতে রাস্তাতেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
এদিকে, মারমুখী জনতার হাত থেকে ট্রাক চালককে উদ্ধার করতে গিয়ে জখম হন খড়গপুর টাউন থানার আইসি রাজীব পালও। গভীর রাতে পরিস্থিতি সামলাতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। পরে লাঠিচার্জ করে মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ। জানা যায়, নিজের স্কুটিতে করে বাড়ি ফেরার পথে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি চালকের। মৃত স্থানীয় যুবকের নাম অর্জুন নায়েক। বয়স আনুমানিক ৩২। বাড়ি নিউ ট্রাফিক সংলগ্ন আম্বেদকর কলোনীতে বলে জানা গেছে। ঘটনার পরই ক্ষুব্ধ বাসিন্দরা ‘ঘাতক’ ট্রাকের চালকের উপরে চড়াও হন। ঘটনাস্থলে টাউন থানার পুলিশ পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে ট্রাক চালককে রক্ষা করতে গেলে; পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয়রা! মারমুখী জনতার মারে জখম হন স্বয়ং টাউন থানার আইসি রাজীব পাল। তাঁকে মারধর করার পর, ক্ষিপ্ত জনতা পুলিশের হাত থেকে ট্রাক চালককে ছিনিয়ে নিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন ওই ট্রাক চালক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতাল এবং পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। অবস্থা সঙ্কটজনক থাকায়, মেদিনীপুর থেকে গভীর রাতেই তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তবে, রাস্তাতেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে!
অন্যদিকে, ঘটনা ঘিরে বুধবার গভীর রাতেই রীতিমত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরী হয় ওই এলাকায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে বিশাল পুলিশ বাহিনী লাঠিচার্জ করে। আটক করা হয় বেশ কয়েকজনকে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। রাত্রি ১১টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে জানানো হয়, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে জানা গেছে, গভীর রাতে মেদিনীপুর থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে ট্রাক চালকের মৃত্যু হয়!