Award

Paschim Medinipur: “আমি বিয়ে করবনা, ডাক্তার বা দিদিমণি হতে চাই”! রুমা’র হাতে ‘বীরাঙ্গনা’ পুরস্কার তুলে দিয়েই বুকে টেনে নিলেন মন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুরে, ২১ নভেম্বর: “আমি বিয়ে করবনা। আমি ডাক্তার বা দিদিমণি হতে চাই”। কলকাতায় রওনা হওয়ার আগে, শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে নিজের বাড়ির উঠানে একাধিক সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে ‘লাজুক কন্ঠে’ অথচ দৃপ্ত ভঙ্গিতে একথাই উচ্চারণ করেছে ‘মেদিনীকন্যা’ রুমা সিং। শনিবার (২০ নভেম্বর) ‘আন্তর্জাতিক শিশু অধিকার দিবস’ এ পশ্চিমবঙ্গ সরকারের “নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর” এর ভারপ্রাপ্ত মন্ত্রী শশী পাঁজা যখন রাজধানী কলকাতার বুকে দাঁড়িয়ে মেদিনীপুরের প্রত্যন্ত বিষড়া গ্রামের বছর পনেরোর সেই আদিবাসী কন্যার হাতে “বীরাঙ্গনা” পুরস্কার তুলে দিচ্ছেন, গোটা অবিভক্ত মেদিনীপুর যেন অন্তর থেকে কুর্নিশ জানিয়ে রুমা’র উদ্দেশ্যে বারবার বলে উঠতে চাইছে, “তুমি আমাদের গর্ব। তোমার সব স্বপ্ন পূরণ হবেই হবে”! নেহাতই ‘দিন আনা দিন খাওয়া’ পরিবারের সদ্য বাবাকে হারানো অষ্টম শ্রেণীর ছাত্রী যে সাহস আর দৃঢ়তা দেখিয়েছে, তা মধুকবি’র (মাইকেল মধুসূদন দত্ত) “বীরাঙ্গনা” কাব্যের পৌরাণিক নায়িকাদের তুলনায় কোনো অংশে কম নয়! বাবার মৃত্যুর পর, অভাবের সংসারে মা তাকে পাত্রস্থ করে দায়মুক্ত হতে চেয়েছিলেন। রুখে দাঁড়ায় রুমা। মা’কে বুঝিয়ে কাজ হয়নি, তাই গোপনে যোগাযোগ করে স্থানীয় পঞ্চায়েত সদস্যার সঙ্গে। কাজ হয় তাতে! মেয়ের জেদ আর ইচ্ছের কাছে হার মানতে হয় মা’কে। পড়াশোনা চালিয়ে যায় রুমা। তার এই অদম্য সাহস আর হার না মানা লড়াই-কে স্বীকৃতি দিয়ে, রাজ্য সরকার তাকে “বীরাঙ্গনা” পুরস্কারের জন্য মনোনীত করে। শনিবার কলকাতায় তার হাতে পুরস্কার তুলে দেন দপ্তরের মন্ত্রী ডঃ শশী পাঁজা। তারপরই, মেদিনীপুরের এই সাহসিনীকে নিজের বুকে টেনে নেন তিনি। পরম মমতায় আশীর্বাদ করেন রুমা’কে।

মন্ত্রী শশী পাঁজা’র হাত থেকে পুরস্কার গ্রহণ রুমা’র :

প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর সদর ব্লকের প্রত্যন্ত বিষড়া গ্রামের রুমা সিং অষ্টম শ্রেণীর ছাত্রী। রানী শিরোমণির মেদিনীপুরের এই সাহসিনী কন্যার স্কুলের নামটিও শিরোমণির নামেই, শিরোমণি বীরসা মুন্ডা উচ্চ বিদ্যালয়। তাই, সাহস যেন তাঁর সহজাত। হতদরিদ্র সংসারে, পেশায় দিনমজুর বাবা বরবিন্দর সিং বছর তিনেক আগে অতিরিক্ত মদ্যপানের কারণে মারা গেছে। মা চঞ্চলা সিং দিনমজুরের কাজ করেই কোনোক্রমে সংসার চালান। রুমা ছাড়াও আছে তার ছোট দু’টি ভাইও। তাই, মাস খানেক আগে নিজের নাবালিকা মেয়েকে পাত্রস্থ করে দায়মুক্ত হতে চেয়েছিলেন মা চঞ্চলা। কিন্তু, বিয়ে করতে চায়নি রুমা! তাই, মা’র কাছে আবেদন-নিবেদন করেও যখন কাজ হয়নি, গোপনে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে, নিজের বিয়ে আটকে দিয়েছিল রুমা। তাতেই এখন সে “বীরাঙ্গনা”। শুধু মেদিনীপুরের নয়, সারা রাজ্যের। রুমার ইচ্ছে, নিজে প্রতিষ্ঠিত হয়ে, দুই ভাইকেও পড়াবে সে। মা চঞ্চলাও কথা দিয়েছেন, মেয়ের ইচ্ছেতে বাধা হয়ে দাঁড়াবেন না! পাশে থাকার অঙ্গীকার করেছে প্রশাসনও। আর, রুমার গর্বে গর্বিত সারা মেদিনীপুরও দু’হাত তুলে তাকে আশীর্বাদ করে চলেছে!

মেদিনীপুরের গর্ব রুমা সিং (Ruma Singh) :

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

5 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

6 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

1 week ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago