Award

Paschim Medinipur: “আমি বিয়ে করবনা, ডাক্তার বা দিদিমণি হতে চাই”! রুমা’র হাতে ‘বীরাঙ্গনা’ পুরস্কার তুলে দিয়েই বুকে টেনে নিলেন মন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুরে, ২১ নভেম্বর: “আমি বিয়ে করবনা। আমি ডাক্তার বা দিদিমণি হতে চাই”। কলকাতায় রওনা হওয়ার আগে, শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে নিজের বাড়ির উঠানে একাধিক সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে ‘লাজুক কন্ঠে’ অথচ দৃপ্ত ভঙ্গিতে একথাই উচ্চারণ করেছে ‘মেদিনীকন্যা’ রুমা সিং। শনিবার (২০ নভেম্বর) ‘আন্তর্জাতিক শিশু অধিকার দিবস’ এ পশ্চিমবঙ্গ সরকারের “নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর” এর ভারপ্রাপ্ত মন্ত্রী শশী পাঁজা যখন রাজধানী কলকাতার বুকে দাঁড়িয়ে মেদিনীপুরের প্রত্যন্ত বিষড়া গ্রামের বছর পনেরোর সেই আদিবাসী কন্যার হাতে “বীরাঙ্গনা” পুরস্কার তুলে দিচ্ছেন, গোটা অবিভক্ত মেদিনীপুর যেন অন্তর থেকে কুর্নিশ জানিয়ে রুমা’র উদ্দেশ্যে বারবার বলে উঠতে চাইছে, “তুমি আমাদের গর্ব। তোমার সব স্বপ্ন পূরণ হবেই হবে”! নেহাতই ‘দিন আনা দিন খাওয়া’ পরিবারের সদ্য বাবাকে হারানো অষ্টম শ্রেণীর ছাত্রী যে সাহস আর দৃঢ়তা দেখিয়েছে, তা মধুকবি’র (মাইকেল মধুসূদন দত্ত) “বীরাঙ্গনা” কাব্যের পৌরাণিক নায়িকাদের তুলনায় কোনো অংশে কম নয়! বাবার মৃত্যুর পর, অভাবের সংসারে মা তাকে পাত্রস্থ করে দায়মুক্ত হতে চেয়েছিলেন। রুখে দাঁড়ায় রুমা। মা’কে বুঝিয়ে কাজ হয়নি, তাই গোপনে যোগাযোগ করে স্থানীয় পঞ্চায়েত সদস্যার সঙ্গে। কাজ হয় তাতে! মেয়ের জেদ আর ইচ্ছের কাছে হার মানতে হয় মা’কে। পড়াশোনা চালিয়ে যায় রুমা। তার এই অদম্য সাহস আর হার না মানা লড়াই-কে স্বীকৃতি দিয়ে, রাজ্য সরকার তাকে “বীরাঙ্গনা” পুরস্কারের জন্য মনোনীত করে। শনিবার কলকাতায় তার হাতে পুরস্কার তুলে দেন দপ্তরের মন্ত্রী ডঃ শশী পাঁজা। তারপরই, মেদিনীপুরের এই সাহসিনীকে নিজের বুকে টেনে নেন তিনি। পরম মমতায় আশীর্বাদ করেন রুমা’কে।

মন্ত্রী শশী পাঁজা’র হাত থেকে পুরস্কার গ্রহণ রুমা’র :

প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর সদর ব্লকের প্রত্যন্ত বিষড়া গ্রামের রুমা সিং অষ্টম শ্রেণীর ছাত্রী। রানী শিরোমণির মেদিনীপুরের এই সাহসিনী কন্যার স্কুলের নামটিও শিরোমণির নামেই, শিরোমণি বীরসা মুন্ডা উচ্চ বিদ্যালয়। তাই, সাহস যেন তাঁর সহজাত। হতদরিদ্র সংসারে, পেশায় দিনমজুর বাবা বরবিন্দর সিং বছর তিনেক আগে অতিরিক্ত মদ্যপানের কারণে মারা গেছে। মা চঞ্চলা সিং দিনমজুরের কাজ করেই কোনোক্রমে সংসার চালান। রুমা ছাড়াও আছে তার ছোট দু’টি ভাইও। তাই, মাস খানেক আগে নিজের নাবালিকা মেয়েকে পাত্রস্থ করে দায়মুক্ত হতে চেয়েছিলেন মা চঞ্চলা। কিন্তু, বিয়ে করতে চায়নি রুমা! তাই, মা’র কাছে আবেদন-নিবেদন করেও যখন কাজ হয়নি, গোপনে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে, নিজের বিয়ে আটকে দিয়েছিল রুমা। তাতেই এখন সে “বীরাঙ্গনা”। শুধু মেদিনীপুরের নয়, সারা রাজ্যের। রুমার ইচ্ছে, নিজে প্রতিষ্ঠিত হয়ে, দুই ভাইকেও পড়াবে সে। মা চঞ্চলাও কথা দিয়েছেন, মেয়ের ইচ্ছেতে বাধা হয়ে দাঁড়াবেন না! পাশে থাকার অঙ্গীকার করেছে প্রশাসনও। আর, রুমার গর্বে গর্বিত সারা মেদিনীপুরও দু’হাত তুলে তাকে আশীর্বাদ করে চলেছে!

মেদিনীপুরের গর্ব রুমা সিং (Ruma Singh) :

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago