দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বাঁকুড়া, ২২ জুন: উত্তরবঙ্গের পর এবার জঙ্গলমহলকে ঘিরে পৃথক রাজ্যের দাবি তোলা নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে রাজ্য-রাজনীতি। আগেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তুলেছিলেন বিজেপি সাংসদ জন বার্লা। এবার আরও একধাপ এগিয়ে জঙ্গলমহলকে পৃথক রাজ্য করা নিয়ে মন্তব্য করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্র বলেন, “রাঢ়বঙ্গও উন্নয়ন থেকে বঞ্চিত। এখানকার কোনও যুবকের চাকরি হয় না। এখানকার সম্পদ নিয়ে যাওয়া হয় অন্যত্র। কিন্তু উন্নয়নের লেশমাত্র নেই। এখন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম নিয়ে পৃথক রাজ্যের দাবি উঠতেই পারে।” এদিকে, এই মন্তব্যের পরেই সৌমিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ারের জেলা যুব তৃণমূল সভাপতি বাবলু কর, সৌমিত্রের মন্তব্য উসকানিমূলক এবং তা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে, এই মর্মে আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করেছেন।

thebengalpost.in
সৌমিত্র খাঁ :

যদিও এই প্রসঙ্গে, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন যে, “রাঢ়বঙ্গকে পৃথক রাজ্য করার যে দাবি জানানো হয়েছে, তা দলের বক্তব্য নয়। এটা সৌমিত্র খাঁ-র ব্যক্তিগত বক্তব্য। তবে, রাঢ়বঙ্গকে নিয়ে যে অবহেলার অভিযোগ করেছেন সৌমিত্র, তাকে আমি সমর্থন করি।” প্রসঙ্গত উল্লেখ্য, সাংসদ জন বার্লার বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছেন আলিপুরদুয়ারের জেলা যুব তৃণমূল সভাপতি। এই প্রসঙ্গে তিনি বলেন,”আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ নিজেরাই ক্রিমিনাল। এদের অবিলম্বে গ্রেফতার করা হোক। এমনকী যারা বাংলা ভাগকে সমর্থন জানাচ্ছেন বা ভাগ চেয়ে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট দিচ্ছেন, তারাও সমানভাবে আইনশৃঙ্খলা ভঙ্গ করছেন, সকলকে গ্রেফতার করতে হবে।”